ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্পীকারের সঙ্গে ভুটানের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৭:৪১, ২ ফেব্রুয়ারি ২০১৬

স্পীকারের সঙ্গে ভুটানের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাত

সংসদ রিপোর্টার ॥ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে দক্ষিণ এশীয় স্পীকার্স ফোরামকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার জাতীয় সংসদে স্পীকারের কার্যালয়ে বাংলাদেশ সফররত ভুটানের ন্যাশনাল এ্যাসেম্বিলির স্পীকার লিয়নপো জিগমে জাংপোর নেতৃত্বীন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্পীকার বলেন, দক্ষিণ এশীয় স্পীকার্স ফোরাম আমাদের একটি শিশু সংগঠন। এ সংগঠনকে শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আমাদের সকলকে স্ব-স্ব অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। ভুটানের সংসদীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করে ভুটানের স্পীকার বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক চমৎকার। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। ভুটানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভুটান বাংলাদেশের পাশে থাকবে।
×