ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দিনভর বিক্রেতাশূন্য অবস্থায় পাঁচ কোম্পানির লেনদেন

প্রকাশিত: ০৭:২৮, ২ ফেব্রুয়ারি ২০১৬

দিনভর বিক্রেতাশূন্য অবস্থায় পাঁচ কোম্পানির লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা আট কার্যদিবসে পুঁজিবাজার ঘুঁরে দাঁড়ানোর দিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে বিক্রেতাশূন্য অবস্থায় ৫ কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হল- রেনউইক যজ্ঞেশ্বর, লিবরা ইনফিউশন, জেমিনি সী ফুড, এ্যাপেক্স ফুড এবং এ্যাপেক্স স্পিনিং। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকালে আধা ঘণ্টার মধ্যে বিক্রেতাশূন্য হয়ে যায় জেমিনি সী ফুডের শেয়ারের। দিন শেষে জেমিনি সী ফুডের ৬ হাজার ৮৪৩টি শেয়ার ৮৭ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ২৪ লাখ টাকা। শেষ সময়েও কোম্পানির ৬ হাজার ১৪টি শেয়ার ৩৫১.২০ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রয়ের ছিল না। এছাড়া রাষ্ট্রায়ত্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বরের ৩ হাজার ৫৯৬টি শেয়ার ৯০ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ৯ লাখ ২৫ হাজার টাকা। লিবরা ইনফিউশনের ৬৬৭টি শেয়ার ২১ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে কোম্পানির ১ লাখ ৫ হাজার ৪৭টি শেয়ার ৩৮৮.৮০ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রয়ের ছিল না। এ্যাপেক্স ফুডের ৬৭ হাজার ২৭৩টি শেয়ার ১৮১ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ৭৭ লাখ ৯০ হাজার টাকা। একই সময়ে কোম্পানির ৩ লাখ ২১ হাজার ২৮১টি শেয়ার ১১৬ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রয়ের ছিল না। এ্যাপেক্স স্পিনিংয়ের ২ লাখ ২০ হাজার ৫৮টি শেয়ার ৭৭০ বার লেনদেন হয়, যার বাজারমূল্য ২ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা। একই সময়ে কোম্পানির ২৭ হাজার ৮৮২টি শেয়ার ১০৩.৫০ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রয়ের ছিল না।
×