ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুনর্অর্থায়নের টাকা পেতে আবেদনের সময় বেড়েছে

প্রকাশিত: ০৭:২৭, ২ ফেব্রুয়ারি ২০১৬

পুনর্অর্থায়নের টাকা পেতে আবেদনের সময় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষতিগ্রস্ত ক্ষুুদ্র বিনিয়োগকারীদের পুনর্অর্থায়নের ৯০০ কোটি টাকা পেতে আবেদনের জন্য আগামী ৩১ মার্চ পর্র্যন্ত সময় বাড়ানো হয়েছে। এর আগে এ বিষয়ক গঠিত কমিটি গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে কাক্সিক্ষত আবেদন জমা পড়েনি। তবে এ ফান্ডের মেয়াদ হচ্ছে ২০১৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এ বিষয়ক গঠিত কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। এদিকে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সূত্রে জানা গেছে, বাজারে গতি ফেরাতে সরকার স্বল্প সুদে বিনিয়োগকারীদের মাঝে বিতরণের জন্য ৯০০ কোটি টাকার একটি ফান্ড গঠন করে। এই ফান্ডটি পুনর্অর্থায়নের ফান্ড নামে পরিচিত। এই ফান্ড থেকে ৩০০ কোটি টাকা করে কিস্তিতে আগ্রহীদের মাঝে বিতরণ করা হয়। সেখান থেকে আগ্রহীদের অর্থ বরাদ্দ পেতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত কাক্সিক্ষত আবেদন জমা পড়েনি। তাই আবেদনের সময় আরও তিন মাস বাড়িয়ে দেয়ার জন্য তদারক কমিটি সিদ্ধান্ত নেয়। অতএব আগামী ৩১ মার্চ, ২০১৬ পর্যন্ত বিনিয়োগকারীরা পুনর্অর্থায়নের টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট মার্চেন্ট বা সিকিউরিটিজ হাউসের মাধ্যমে আবেদন করতে পারবেন। জানা যায়, আগামী ৩১ মার্চের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম থাকা বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও মাত্র ৯ শতাংশ সুদে ঋণ রি-সিডিউলিংয়ের সুবিধাপ্রাপ্তির আবেদন করতে হবে।
×