ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৮, ২ ফেব্রুয়ারি ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১.‘চপল’-এর বিপরীতার্থক শব্দ ক) স্তব্ধ খ) রাশভারী গ) ঠাণ্ডা ঘ) গম্ভীর ২.‘যা সহজে অতিক্রম করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? ক) অনতিক্রম্য খ) অলঙ্ঘ্য গ) দূরতিক্রম্য ঘ) দুর্গম ৩.‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’ এই বাক্যের ‘কী’-এর অর্থ- ক) ভয় খ) রাগ গ) বিরক্তি ঘ) বিপদ ৪. নিম্নের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? ক) ঘ খ) ঠ গ) প ঘ) ফ ৫.‘পাঠক’ শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? ক) সংস্কৃত খ) খাঁটি বাংলা গ) দেশী ঘ) বিদেশী ৬.‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? ক) বাংলা খ) ফারসি গ) তুর্কী ঘ) আরবি ৭. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষায়িত করে তাকে কী বলে? ক) বিশেষণ খ) বিশেষণের পদ গ) নাম বিশেষণ ঘ) ভাব বিশেষণ ৮.‘অতিভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির অতি পদটিÑ ক) নাম বিশেষণ খ) ভাব বিশেষণ গ) ক্রিয়া বিশেষণ ঘ) বিশেষ্যের বিশেষণ ৯. ‘তার বুদ্ধি হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি।’ এটি কোন বাক্য? ক) যৌগিক বাক্য খ)জটিল বাক্য গ) সরল বাক্য ঘ) কোনটিই নয় ১০.‘আদিষ্ট’-এর বিপরীতার্থক শব্দ ক) প্রাচীন খ) নতুন গ) উপেক্ষিত ঘ) অভিনন্দন ১১.‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ নাটকটির রচয়িতা কে? ক) মুনীর চৌধুরী খ) দ্বিজেন্দ্রলাল রায় গ) মীর মশাররফ হোসেন ঘ) উৎপল দত্ত ১২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক? ক) বসন্তকুমারী খ) বিরহ বিলাস গ) কৃষ্ণকুমারী ঘ) নীলদর্পণ ১৩.মর্সিয়া সাহিত্যের বিখ্যাত কবি ক) শেখ মামুদ খ) শেখ ফয়জুল্লাহ গ) সৈয়দ সুলতান ঘ) আবুল হোসেন ১৪. মেঘনাদবধ কাব্যের কাহিনী গৃহীত হয়েছে। ক) মহাভারত থেকে খ) রামায়ণ থেকে গ) ক ও খ উভয় থেকেই ঘ) কোনটিই নয় ১৫. লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন? ক) বিদ্যাপতি খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) মীর মশাররফ হোসেন ঘ) কায়কোবাদ ১৬. বাঙালি মুসলমানের লেখা প্রথম উপন্যাস কোনটি? ক) রতœাবতী খ) নীড় সন্ধানী গ) বসন্তকুমারী ঘ) তারাবাঈ ১৭. দীনবন্ধু মিত্র রচিত নাটক কোনটি? ক) চিঠি খ) রুপোর কৌটা গ) কৃষ্ণ কুমারী ঘ) নবীন তপস্বিনী ১৮.‘অনেক আকাশ’ কাব্যগ্রন্থটির রচয়িতা ক) আনোয়ার পাশা খ) ইব্রাহিম খাঁ গ) সৈয়দ আলী আহসান ঘ) শামসুর রাহমান ১৯. আনোয়ার পাশা রচিত গ্রন্থ কোনটি? ক) রাইফেল রোটি আওরাত খ) লীলাবতী গ) কমলে কামিনী ঘ) জামাই বারিক ২০.‘ফুল’ কোন ধরনের শব্দ? ক) তৎসম খ) তদ্ভব গ) দেশী ঘ) বিদেশী ২১. ‘ফুড কনফারেন্স’ গ্রন্থটির রচয়িতা ক) সৈয়দ মুজতবা আলী খ) শওকত ওসমান গ) সৈয়দ ওয়ালীউল্লাহ ঘ) আবুল মনসুর আহমদ ২২.মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকার নাম কি? ক) কমকাল খ) সওগাত গ) বেগম ঘ) আঙ্গুর ২৩. কোনটি সত্যজিৎ রায়ের গদ্য গ্রন্থ নয়? ক) সোনার কেল্লা খ) বাদশাহী আংটি গ) জীবন ক্ষুধা ঘ) রয়েল বেঙ্গল রহস্য উত্তর : ১.খ ২.গ ৩.গ ৪.গ ৫.ক ৬.গ ৭.গ ৮.খ ৯.ক ১০.গ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.খ ২১.ঘ ২২.খ ২৩.গ
×