ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত ॥ আজ সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত: ০৫:৪৬, ২ ফেব্রুয়ারি ২০১৬

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত ॥  আজ সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার পৃথক দুটি স্থানে সংঘর্ষে বাবু (২৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত এবং উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে ১০ বাড়িঘরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় এক ট্রাক শ্রমিককে আটক করা হলেও পরে পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছেড়ে দেয়া হয়। তারপরও ট্রাক শ্রমিক ইউনিয়ন পরিবহণ শ্রমিক নিহতের ঘটনায় মঙ্গলবার সিরাজগঞ্জ শহরে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে। আধিপত্য বিস্তার ও বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও মতি সাহেবের ঘাট এলাকার কতিপয় যুবকের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে সোমবার বেলা সাড়ে এগারটার দিকে দুই মহল্লাবাসীর সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের আঘাতে বাবুসহ অন্তত ১১ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ি ও খোকশাবাড়ি ইউনিয়নের তেলকুপি গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় সোমবার সকাল আটটার দিকে ফুলবাড়ি গ্রামের কতিপয় যুবক তেলকুপি গ্রামের বারিক ও লিটনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। একই সময় তেলকুপি গ্রামবাসীর উপরও হামলা চালানো হয়। পরে তেলকুপি গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। এ সময় তেলকুপি গ্রামের আমজাদ হোসেন, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, রফিক মাস্টার, জেলহক, কুদ্দুস আলী ও বুদ্দু শেখের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে পৌর এলাকার ধানবান্ধি পুঠিয়াবাড়ি মহল্লার সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক খোকন শেখকে আটক করে পুলিশ। এ ঘটনায় পরিবহন শ্রমিকরা ট্রাক রাস্তায় এলোপাতাড়ি রেখে সড়ক অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আানতে তাকে ছেড়ে দেয়।
×