ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে রেলপথমন্ত্রী

রেলের মানোন্নয়ন ও সমস্যা নিরসনে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

প্রকাশিত: ০৫:৪৪, ২ ফেব্রুয়ারি ২০১৬

রেলের মানোন্নয়ন ও সমস্যা নিরসনে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

সংসদ রিপোর্টার ॥ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডর ডবল লাইন নির্মাণ ও রেলপথের মান উন্নয়নসহ চলমান বিভিন্ন সমস্যা নিরসনে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২৩৫ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হবে ২ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা। এর ফলে নতুন ১৫ জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান রেলপথমন্ত্রী মুজিবুল হক। সংরক্ষিত নারী আসনে সরকারী দলের সংসদ সদস্য সানজিদা খানমের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, বর্তমানে দেশের ৪৪ জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত। রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডর ডবল লাইন নির্মাণ, রেলপথের মান উন্নয়ন, রোলিং স্টক সমস্যা দূর করা, জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং রেলের আয় বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত ২০ বছরে বাস্তবায়নে রেলওয়ের একটি মহাপরিকল্পনা সরকার গ্রহণ করেছে। মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত ২৩৫ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হবে ২ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা। সংরক্ষিত নারী আসনে সরকারী দলের আরেক সংসদ সদস্য আমিনা আহমেদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, খুলনা-কলকাতা-খুলনা রুটে বেনাপোল দিয়ে আরও আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
×