ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাল্টে যাবে অর্থনীতির চালচিত্র

চট্টগ্রামে এক লাখ কোটি টাকার উন্নয়ন মহাপরিকল্পনা

প্রকাশিত: ০৫:৪১, ২ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে এক লাখ কোটি টাকার উন্নয়ন মহাপরিকল্পনা

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী, প্রধান বন্দর নিয়ে গড়ে উঠা বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে নিয়ে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কর্মকা- পুরো দেশের জন্য বড় ধরনের ইতিবাচক ও ফলপ্রসূ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের ৮০ শতাংশেরও বেশি আমদানি কার্যক্রম এ নগরীর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। রাজস্ব কোষাগারে ৬০ শতাংশেরও বেশি যোগান হয়ে থাকে এ নগরীর অর্থনৈতিক কর্মকা-ের মাধ্যমে। ইতোমধ্যে শুরু হয়েছে চট্টগ্রাম ও বৃহত্তম চট্টগ্রামকে ঘিরে ১ লাখ কোটি টাকারও বেশি উন্নয়ন মহাপরিকল্পনা। যা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলে পাল্টে যাবে দেশের সামগ্রিক অর্থনীতির চালচিত্র। যা থেকে লাভবান হবে পুরো দেশ। অতীতের সরকারগুলো নানাভাবে এ নগরীর উন্নয়ন ও কর্মকা- নিয়ে নানা ঘোষণা ও কথা জানান দিলেও এর বাস্তবায়ন ছিল না। বর্তমান সরকার ইতোমধ্যে চট্টগ্রামকে কার্যকর একটি বাণিজ্যিক নগরী তথা বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছে তার বাস্তবায়ন কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এসব কর্মকা- বাস্তবায়নে এর বিস্তৃতি ঘটেছে চট্টগ্রাম ও বৃহত্তম চট্টগ্রাম জুড়ে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন নেতৃবৃন্দসহ দায়িত্বশীল বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, গত কয়েকদিনে সরকার প্রধানসহ সরকার পরিচালনায় জড়িত দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন কর্মসূচী ও তাদের বক্তব্য থেকে প্রতীয়মান যে, এবার সত্যিকারভাবে এই চট্টগ্রামের উন্নয়ন যাত্রার সূচনা ঘটছে। বর্তমান সরকারের পূর্বমুখী কূটনৈতিক তৎপরতার জের হিসেবে এবং ভৌগোলিক অবস্থানগত কারণে চট্টগ্রামকে পেছনে ফেলে রাখার আর কোন অবকাশ নেই। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী চট্টগ্রাম সফরে এসে দেশকে এগিয়ে নিতে চট্টগ্রামকে ঘিরে তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে ঘোষণা দিয়েছেন। আগামীতে কি করা হবে তারও ইঙ্গিত প্রদান করেছেন। পরদিন অর্থাৎ রবিবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চেম্বারে আয়োজিত এক সেমিনারে বলেছেন, আগামী তিন বছর পর এই চট্টগ্রামকে আর চেনা যাবে না। বাংলাদেশ হবে বিশ্ব অর্থনীতির ২৩তম শক্তি। কোন শক্তি এ দেশকে পিছিয়ে রাখতে পারবে না। শুধু তাই নয় পরিকল্পনা মন্ত্রীর মতে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর এমনকি অস্ট্রেলিয়ার উপরে চলে যাবে। প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর পৃথক পৃথক বক্তব্য নগরবাসীর মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। যেহেতু সরকারে কোষাগারে রাজস্বের সিংহভাগ যোগান চট্টগ্রাম থেকে হয়ে থাকেÑসে অনুযায়ী চট্টগ্রামের কাক্সিক্ষত উন্নয়ন ঘটেনি বলে চট্টগ্রামবাসী মনে করে এবং তা অনেকাংশে সত্য হিসেবেই প্রমাণিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রামকে নিয়ে বিভিন্নভাবে মহাপরিকল্পনার কথা জানান দিয়েছে। যার বাস্তবায়ন এখন ঘটতে শুরু করেছে। ইতোমধ্যে এ নগরীতে নতুন নতুন সড়ক ও ফ্লাইওভার নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন কর্মকা-ের সূচনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিশ্বের দুটি অর্থনৈতিক জোট সার্ক এবং আশিয়ানের সংযোগস্থল যেহেতু এই চট্টগ্রাম সে ক্ষেত্রে এই শহরের অর্থনৈতিক কর্মকা- সম্প্রসারণের দিকটি অত্যন্ত গুরুত্ববহ। বর্তমান সরকার সেটি অনুধাবন করেই এ চট্টগ্রামকে ঘিরে উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করেছে। যেহেতু এই চট্টগ্রামের গুরুত্ব শত শত বছর পূর্বে আরব, চীন, পর্তুগীজ, স্পেনিস এবং ব্রিটিশরাও অনুধাবন করেছে সেক্ষেত্রে আগামী দিনগুলোতে এই গুরুত্বকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। আর তাই এই চট্টগ্রামকে সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ হিসেবে গড়ে তোলার প্রয়াস হাতে নিয়েছে। যে কারণে কর্ণফুলী তলদেশ দিয়ে টানেল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে যাচ্ছে সরকারী চিন্তা ভাবনা। রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামে ঘোষণা দিয়েছেন কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের কাজ আগামী মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে। সূত্রমতে, আগামীতে ১ লাখ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হবে বন্দর নগরী চট্টগ্রামকে ঘিরে। উন্নয়ন কর্মকা-ের এসব ঘোষণা শুধু ঘোষণায় থেকে যাওয়ার আর কোন অবকাশ নেই। অতীতে এ জাতীয় বহু ঘোষণা আসলেও তা বাস্তবায়ন হয়নি। দায়িত্বশীল বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছেন বলে যে ঘোষণা দিয়েছেন তার বাস্তবায়ন এখন ঘটতে শুরু করেছে। প্রধানমন্ত্রী গত শনিবার চট্টগ্রামে এসে নতুন আরেক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, চট্টগ্রাম তার দ্বিতীয় বাড়ি। চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম এবং এ চট্টগ্রামকে পেছনে রেখে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ঘটানো অসম্ভবÑবিষয়টি বর্তমান সরকার অনুধাবনে এনেই চট্টগ্রামকে ঘিরে উন্নয়নের মহাপরিকল্পনা হাতে নিয়েছেন।
×