ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল র‌্যাপিড দাবা

রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৬

রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘শেখ রাসেল এমএসসি ফিদে র‌্যাপিড রেটিং দাবা বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তিনি ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট লাভ করেন। ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর অপর গ্র্যান্ডমাস্টার আব্দুলাহ আল রাকিব রানার্সআপ, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিংয়ের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ তৃতীয়। বসুন্ধরা কিংসের বড় জয় পাইওনিয়ার ফুটবল লীগ স্পোর্টস রিপোর্টার ॥ পাইওনিয়ার ফুটবল লীগে সোমবার এফসি ভ্যাম্পায়ার রিটার্নস ফুটবল একাডেমি ৪-১ গোলে ধানম-ি ফুটবল একাডেমিকে, নাছির ফুটবল একাডেমি ৫-১ গোলে তোতা স্পোর্টস ফুটবল একাডেমিকে, কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে বেচারাম দেউরী বয়েজ ক্লাবকে, ধুপখোলার ইস্ট এ্যান্ড ক্লাব মাঠে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ৪-০ গোলে নাসরিন স্পোর্টস একাডেমিকে, পল্টনের আউটার স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৮-০ গোলে ব্ল্যাক লিউপার্ড ফুটবল ক্লাবকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। বিশ্রামে কোহলি স্পোর্টস রিপোর্টার ॥ টানা খেলার ধকল সামলাতে ঘরের মাটিতে আসন্ন তিন ম্যাাচের টি২০ সিরিজে (৯, ১২ ও ১৪ ফেব্রুয়ারি) বিরাট কোহলিকে বিশ্রাম দেয়া হয়েছে। সামনে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের মতো দুটি মেগা আসর। সম্প্রতি অস্ট্রেলিয়ায় ৩-০তে সিরিজ জিতে আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে মহেন্দ্র সিং ধোনির দল। যেখানে টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন ভারত টেস্ট অধিনায়ক। ভারত টি২০ দল ॥ ধোনি (অধিনায়ক), রোহিত, ধাওয়ান, রাহানে, মানিশ পা-ে, রায়না, যুবরাজ, হারদিক, জাদেজা, অশ্বিন, বুমরা, নেহরা, হরভজন, ভুবনেশ্বর ও নেগি।
×