ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিতেই গার্ডিওলা

প্রকাশিত: ০৪:৩৫, ২ ফেব্রুয়ারি ২০১৬

ম্যানসিটিতেই গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন পেপ গার্ডিওলা। ম্যানসিটি এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চলতি মৌসুম শেষেই বেয়ার্ন মিউনিখ ছেড়ে দেবেন, তা আগেই জানিয়েছিলেন গার্ডিওলা। জার্মানির এ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। এরপর চুক্তি নবায়ন করবেন না বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি। জার্মান বুন্দেসলিগা ছেড়ে পরবর্তী গন্তব্য যে ইংলিশ প্রিমিয়ার লীগ তাও নিশ্চিত করেছিলেন সাবেক এই বার্সিলোনার সফল কোচ। তবে কোন ক্লাবে যোগ দিচ্ছেন তা জানাননি তিনি। অবশেষে সোমবার ম্যানসিটি কর্তৃপক্ষ এক অফিসিয়াল বিবৃতিতে তা নিশ্চিত করেছে। এর ফলে আগামী মৌসুমে ইত্তিহাদে ম্যানসিটির ডাগআউটে দেখা যাবে এই স্প্যানিশ কোচকে। মহানগরী মহিলা ভলিবলে ওয়ারী চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারী ক্লাব। সোমবার পল্টন ভলিবল স্টেডিয়ামে ফাইনালে ওয়ারী ক্লাব ৩-২ সেটে বাংলাদেশ আনসারকে হারায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে হারিয়ে তৃতীয় হয় বাংলাদেশ পুলিশ। সেরা সেটার নির্বাচিত হন ওয়ারীর ময়ুরী। সেরা এ্যাটাকার হন বাংলাদেশ পুলিশের সাবিনা খাতুন এবং সেরা ডিফেন্ডার নির্বাচিত হন বাংলাদেশ আনসারের সোহেলী। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী।
×