ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্কারের নৈপুণ্যে চেলসির জয়

প্রকাশিত: ০৪:৩৪, ২ ফেব্রুয়ারি ২০১৬

অস্কারের নৈপুণ্যে চেলসির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে স্বরূপে ফিরল চেলসি! চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে ধুঁকতে থাকা গাস হিডিঙ্কের দল বড় জয় পেয়েছে এফএ কাপে। রবিবার টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের খেলায় ব্লুজরা ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে দুর্বল মিল্টন কেনেস ডন্সকে। ব্লুজদের হয়ে এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা অস্কার। আর মৌসুমের প্রথম গোলের দেখা পেয়েছেন ইডেন হ্যাজার্ড। তাছাড়া বাকি গোলটি করেছেন বিট্রান্ড ত্রাউরে। এ জয়ের ফলে টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের টিকেট নিশ্চিত করেছে চেলসি। মিল্টন কেনেস ডন্সের ঘরের মাঠ এমকেতে অতিথি হিসেবে খেলতে নেমেছিল চেলসি। আর পুরো ম্যাচেই আধিপত্য দেখায় গাস হিডিঙ্কের শিষ্যরা। গোলের শুরুটা করেন ব্রাজিলিয়ান তারকা অস্কার। ম্যাচের ১৫ মিনিটে তার গোলেই লিড পায় চেলসি। তবে ছয় মিনিট পরেই এমকে’র ড্যারেন পোর্তের গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা। পুরো ম্যাচে এমকে’র প্রাপ্তি কেবল এই এক গোলই। এরপর ম্যাচের ৩২ ও ৪৪ মিনিটে দুর্দান্ত দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মিডফিল্ডার অস্কার। পরে ৩-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে চেলসি। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৫৫ মিনিটে মৌসুমের প্রথম গোলের দেখা পান বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড। আর ৬২ মিনিটে ত্রাউরে গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গাস হিডিঙ্কের শিষ্যরা। এই ম্যাচে খেলার কথা ছিল ব্রাজিলিয়ান তারকা আলেজান্দ্রো পাতোর। কিন্তু তাকে এদিন সাইডলাইনে বসে থেকেই ম্যাচ উপভোগ করতে হয়। এফএ কাপের পঞ্চম রাউন্ডের টিকেট নিশ্চিত করলেও ইংলিশ প্রিমিয়ার লীগে একেবারেই নিষ্প্রভ তারা। অথচ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্লুজরা। কিন্তু গত মৌসুমের পারফর্মেন্সের ধারাবাহিকতা মোটেই ধরে রাখতে পারেনি চেলসি। বর্তমানে লীগ টেবিলের ১৪তম স্থানে অবস্থান করছে তারা। এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলে জয় মাত্র সাতটিতে। আর পয়েন্ট সংগ্রহ ২৮। অথচ শীর্ষে থাকা লিচেস্টার সিটির অবস্থান ৪৭। তাদের পরে দ্বিতীয় স্থানে অবস্থান ম্যানচেস্টার সিটির। ২৩ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট ৪৪। আর্সেনালের পয়েন্ট সমান হলেও গোলব্যবধানে পেছনে থাকার কারণে তিনে অবস্থান করছে। চারে আছে টটেনহ্যাম হটস্পার।
×