ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন চন্দরপল

প্রকাশিত: ০৪:৩১, ২ ফেব্রুয়ারি ২০১৬

বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন চন্দরপল

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ইতিহাসে ১১ হাজারের ওপরে রান করা পাঁচ ব্যাটসম্যাানের একজন চন্দরপল। দলে অচ্ছুত হয়ে পড়ায় কদিন আগে অনেকটা নীরবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন কিংবদন্তিতুল্য এই ক্রিকেটার। চন্দরপলকে মাঠের বাইরে থেকে এভাবে বিদায় নিতে হওয়ায় বোর্ডের (ডব্লিউআইসিবি) ওপর রাগ ঝাড়েন ক্যারিবীয় ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা। দেরিতে হলেও কর্তাদের বোধদ্বয় হচ্ছে। বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে ডব্লিউআইসিবি। ‘সবচেয়ে ভালভাবে চন্দরপলকে বিদায় দেয়ার একটা পরিকল্পনা করেছি। আগেই করতে পারিনি, কারণ চন্দরপল আমাদের বলেছিল, সে অবসর নিচ্ছে না। এখন ওর সঙ্গে পরামর্শ করে একটা দিন তারিখ ঠিক করব।’ বলেন বোর্ড প্রধান ডেভ ক্যামেরন। তারিখটা খুব বেশি দূরে নয় বলেও জানিয়েছেন ক্যামেরন। গত সপ্তাহে বোর্ডের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় নিজের অবসরের কথাটি জানিয়ে দেন ৪১ বছর বয়সী চন্দরপল। তাকে আনুষ্ঠানিক বিদায় দেয়ার দাবিতে আগে থেকেই সোচ্চার ছিলেন লারা। তিনি বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা অন্যতম সেরা এক ক্রিকেটার বিদায় নিল, অথচ এই সংবাদ কজন জানে, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’ দীর্ঘ ২২ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন চন্দরপল। ১৬৪ টেস্ট খেলে তার ব্যাট থেকে এসেছে ৩০ সেঞ্চুরি, সর্বোচ্চ ২০৩। ৫১.৩৭ গড়ে রান করেছেন ১১ হাজার ৮৬৭। টেস্ট ইতিহাসেই ১১ হাজার রান আর আছে মাত্র পাঁচজনের। ২৬৮ ওয়ানডেতে ৪১.৬০ গড়ে তাঁর সংগ্রহ ৮ হাজার ৭৭৮ রান, আছে ১১ সেঞ্চুরি। এত এত অর্জন যার, সেই চন্দরপলের অবসর ঘোষণাটা আসে তিক্ততার মধ্যে। মনে প্রাণে ফিরতে চেয়েছিলেন। কিন্তু ২০১৫ সালের মার্চের পর আর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে সুযোগ মেলেনি। নির্বাচক কমিটির প্রধান ক্লাইভ লয়েড তো সরাসরিই বলে দেন, চন্দরপলকে নিয়ে আর ভাবছেন না তারা। শেষ বুঝতে পেরে তাই ই-মেইলে অবসরের সিদ্ধান্ত নেয়।
×