ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের আদালতকে এন জে টেন-এর চ্যালেঞ্জ

নেইমারকে রিয়ালে স্বাগতম রামোসের

প্রকাশিত: ০৪:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৬

নেইমারকে রিয়ালে স্বাগতম রামোসের

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনা ছাড়তে পারেন নেইমার! সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে এমন গুঞ্জন প্রায়ই শুনা গেছে। তবে কয়েকদিন আগেই ক্লাব ছাড়ার সব গুজব নিজের মুখেই উড়িয়ে দিয়ে বার্সা সমর্থকদের আশ্বস্ত করেন নেইমার। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল কিন্তু থেমে নেই! এবার তো মুখ খুলেছেন গ্যালাকটিকোদের খোদ অধিনায়ক সার্জিও রামোস। অদূর ভবিষ্যতে নেইমার নাকি বার্নাব্যুতে পাড়িও জমাতে পারেন বলে মনে করেন রিয়ালের এই স্প্যানিশ রক্ষণসৈনিক। তার মতে, ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করাটা কঠিন। যে কারণেই রিয়ালে নেইমারের যোগ দেয়াটা অসম্ভব নয় বলে বিশ্বাস রামোসের। তবে ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার রিয়াল ভক্তদের সুস্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে, তিনি নিজে কখনই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সায় যোগ দেবেন না। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমেই প্রকাশিত হয় যে, জুরিখের ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের প্রতিনিধির সঙ্গে সাক্ষাত করেন নেইমার। যদিওবা এমন খবর শোনার পরই তাকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বার্সিলোনার ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। শুধু তাই নয়, গত সপ্তাহে কাতালানদের কোচ লুইস এনরিকও জানান যে, শীঘ্রই বার্সার সঙ্গে চুক্তি নবায়নের কাজ সম্পন্ন করতে যাচ্ছেন নেইমার। এসবের পরও নেইমারের রিয়ালে আসার বিষয়ে মন্তব্য করেছেন সার্জিও রামোস। যেন আগাম স্বাগতও জানিয়ে রাখলেন তিনি। যার শুরুটা করেন ব্রাজিলিয়ান তারকার ভূয়সী প্রশংসায়, ‘নেইমার একজন সেরা মানের খেলোয়াড়, যে সবসময়ই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।’ এরপরই মূলকথায় চলে আসেন রামোস, ‘আসলে ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করাটা কঠিন। এখানে সব সময়ই খেলোয়াড়দের ট্রান্সফার গুঞ্জন থাকে। তাই ভবিষ্যতে নেইমারকে বার্নাব্যুতে যোগ দিতে দেখলেও অবাক হব না। তবে একটি বিষয় নিশ্চিত করে বলতে পারি, সার্জিও রামোসকে কখনই বার্সিলোনায় যোগ দিতে দেখব না।’ নেইমারকে কেন রিয়ালে প্রয়োজন? তার যুক্তিটাও খুব সুস্পষ্ট। মূলত দীর্ঘ সময়ের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উত্তরসূরি হিসেবে বিবেচনা করেই নেইমারকে পেতে চাইছে রিয়াল। কারণ সম্প্রতি পর্তুগীজ সুপারস্টারেরও যে রিয়াল ছাড়ার গুঞ্জন রয়েছে! বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এমনকি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের মতো ক্লাবগুলোও যে রোনাল্ডোকে পেতে মরিয়া। তবে রামোস রোনাল্ডোকে অনেক বছর সান্তিয়াগো বার্নাব্যুতেই দেখার প্রত্যাশা করছেন। তার মতে, ‘রিয়ালের অধিনায়ক হিসেবে রোনাল্ডোকে আরও অনেক বছর বার্নাব্যুতেই দেখতে চাই। কারণ সে আসলেই একজন সত্যিকারের তারকা।’ বার্সিলোনার জার্সি গায়ে নেইমারের সময়টা দারুণ কাটলেও মাঠের বাইরে আদালতের ঝামেলা সামলাতে হিমশিম খেতে হচ্ছে নেইমারকে। সান্তোস থেকে কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার সময় আর্থিক কারচুপির মামলায় তো আগে থেকেই ফেঁসে ছিলেন। সম্প্রতি নিজের দেশ ব্রাজিলে কর ফাঁকি সংক্রান্ত মামলায় হেরে এক লাখ ডলারেরও বেশি জরিমানা গুনতে হচ্ছে তাকে। তবে এ বিষয়ে মুখ খুলেছেন নেইমার। এবার পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগ প্রমাণ করতে বলেছেন ব্রাজিলের আদালতকে। ২০১২ সালে নেইমারের বিপক্ষে কর ফাঁকির অভিযোগ এনেছিলেন ব্রাজিলের আয়কর কর্মকর্তারা। ২০০৭-২০০৮ সালের মধ্যে নেইমার কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ তাদের। আর এই মামলার আপীলে হেরে যাওয়ায় নেইমারকে গুনতে হচ্ছে এক লাখ ১২ হাজার ডলার। তবে এরপরও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন নেইমার। এ বিষয়ে এক সাক্ষাতকারে নেইমার বলেন, ‘আমি নিজেকে নিয়ে খুশি। আমরা এটা লুকিয়েছি, ওটা লুকিয়েছি- এ জাতীয় উল্টাপাল্টা কথা বলার আগে তাদের উচিত সেগুলো প্রমাণ করা।’ কর ফাঁকির এ মামলায় নেইমারের সঙ্গে জড়িয়ে আছে তার বাবার নামও। বাবার সমর্থনে নেইমার বলেন, ‘আমি যেন শুধু ফুটবলেই মনোযোগ দিতে পারি, সে জন্য প্রয়োজনীয় সবকিছু আমার বাবা করছেন। তিনি অনেক বিষয় দেখাশোনা করেন। কিন্তু যখন দেখা যায়, আপনি যাঁকে অনেক ভালবাসেন, সেই মানুষটা কষ্ট পাচ্ছে, তখন খারাপ লাগে।’ স্পেনের আদালতেও মামলা চলছে নেইমারের বিপক্ষে।
×