ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরনো জাহাজ আমদানি ও রিসাইক্লিংয়ের অনুমোদন বহাল

প্রকাশিত: ০৪:২১, ২ ফেব্রুয়ারি ২০১৬

পুরনো জাহাজ আমদানি ও রিসাইক্লিংয়ের অনুমোদন বহাল

স্টাফ রিপোর্টার ॥ পুরনো জাহাজ আমদানি ও রিসাইক্লিংয়ে শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন বহাল রেখেছে আপীল বিভাগ। একই আদালত ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর অব্যাহতির আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে। ধর্ষণ শেষে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজশাহীর গোদাগাড়ীর মোঃ রকিবুর ওরফে ওকিবুরের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ ৭ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার বার্ষিক সাধারণ সভায় এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন কার্যকরী পরিষদকে বরখাস্ত করার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। পুরনো জাহাজ আমদানি ও রিসাইক্লিংয়ে শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন বহাল রেখেছে আপীল বিভাগ। শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন স্থগিত করে হাইকার্টের দেয়া আদেশ সোমবার স্থগিত করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপীল বেঞ্চ। ফলে পুরনো জাহাজ আমদানি, ভাঙ্গা ও পুনর্প্রক্রিয়াজাতকরণে এ্যাসোসিয়েশন অব শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশের আর কোন বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। গত ২০ ডিসেম্বর পুরনো জাহাজ আমদানি, ভাঙ্গা ও পুনর্প্রক্রিয়াজাতকরণে এ্যাসোসিয়েশন অব শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশকে অনুমোদন দেয় শিল্প মন্ত্রণালয়। এ অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ শিপ ব্রেকার্স এ্যাসোসিয়েশন। এ রিটের প্রেক্ষিতে গত ৫ জানুয়ারি শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপীলে যায় এ্যাসোসিয়েশন অব শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ। সোমবার আপীল বিভাগে এ আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়। গোদাগাড়ীর রকিবুরের মৃত্যুদ- ৭ মার্চ পর্যন্ত স্থগিত ॥ ধর্ষণ শেষে হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত রাজশাহীর গোদাগাড়ীর মোঃ রকিবুর ওরফে ওকিবুরের মৃত্যুদ- কার্যকরের আদেশ ৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছে আপীল বিভাগ। মৃত্যুদ-প্রাপ্ত রকিবুরের আবেদনের পরিপ্রেক্ষিতে আপীল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। কার্যকরী পরিষদ নিয়ে রুল ॥ বাংলাদেশ জাতীয় বধির সংস্থার বার্ষিক সাধারণ সভায় এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন কার্যকরী পরিষদকে বরখাস্ত করার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে জারি করা রুলের শুনানি না হওয়া পর্যন্ত কার্যকরী পরিষদ বরখাস্তের আদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হইকোর্ট।
×