ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবু আসাদ সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

প্রকাশিত: ০৪:১৭, ২ ফেব্রুয়ারি ২০১৬

আবু আসাদ সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সৈয়দ আবু আসাদ যোগদান করেছেন। এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেডে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সুদীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং জীবনে রূপালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে যেমনÑ শিল্প ঋণ বিভাগ, ঋণ প্রশাসন বিভাগ, সংস্থাপন ও কল্যাণ বিভাগ, প্ল্যানিং এবং রিসার্চ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দেশ এবং বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার শাখাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ ব্যাংকিং জীবনে তিনি দেশ এবং বিদেশে বিভিন্ন কর্মশালায় এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। জনাব আসাদ ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন। -বিজ্ঞপ্তি ফিরোজ খান পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ডিএমডি মোঃ ফিরোজ খান সম্প্রতি পদোন্নতি পেয়ে রাষ্ট্র মালিকানাধীন পল্লী সঞ্চয় ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। পূর্বে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে নিরীক্ষা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মহাবিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করে ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ তিন দশকের অধিক সময়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন শাখায় ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, চীফ রিজিওনাল ম্যানেজার পদে এবং ২০১১ সালে সরকারী পুলে জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি পেয়ে একই ব্যাংকের দায়িত্ব পালন করেছেন। কুমিল্লায় এক বছরে মোটরযান আইনে ১১ কোটি টাকার রাজস্ব আদায় নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ কুমিল্লায় গত এক বছরে যানবাহনের রেজিস্ট্রেশন ফি ও মোটরযান আইনে বিভিন্ন মামলায় ১১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৬১৪ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। এছাড়া ৭৩টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দেড় শতাধিক বিভিন্ন ধরনের অস্ত্রোদ্ধার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং ডাকাত ও তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ৬৬৬ জনকে গ্রেফতার করা হয়। গত বছর আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারে কুমিল্লা জেলা পুলিশ সারাদেশে পৃথক ক্যাটাগরিতে ‘ক’ গ্রুপে ২য় স্থান অর্জন করেছে। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ আলী আশরাফ ভূঁইয়া, ডিআইও-১ মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
×