ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই পাষণ্ড মা কেড়ে নিল ২ সন্তানের প্রাণ

প্রকাশিত: ০৪:১৪, ২ ফেব্রুয়ারি ২০১৬

দুই পাষণ্ড মা কেড়ে নিল ২ সন্তানের প্রাণ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১ ফেব্রুয়ারি ॥ টুঙ্গীপাড়ায় ৫ মাসের শিশু পুত্রকে গলা কেটে হত্যা করেছে পাষ- মা। এ ঘটনায় পুলিশ ওই মাকে আটক করেছে। সোমবার দুপুরে টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। টুঙ্গীপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের বুলু শেখের স্ত্রী লিপি বেগম ব্লেড দিয়ে তার নিজ শিশু পুত্র ইয়াসিন শেখকে গলা কেটে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিজস্ব সংবাদদাতা, ভোলা থেকে জানান, ভোলার লালমোহনে পারিবারিক কলহের কারণে মেয়েকে কীটনাশক পান করিয়ে হত্যা করার পর নিজে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক মা। ঘটনাটি ঘটে উপজেলার চরভুতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে সোমবার দুপুর ১টার দিকে। জানা গেছে, আত্মহত্যার চেষ্টাকারী সুরমার স্বামী আবুল কাশেম দিনমজুর। সে ঢাকায় গিয়ে ২ বছর আগে আরেকটি বিয়ে করে। এ নিয়ে সুরমা ও কাশেমের মধ্যে কলহ বিরাজ করে আসছিল। ধারণা করা হচ্ছে সোমবার দুপুরে মনের ক্ষোভে সুরমা, তার ১০ বছর বয়সী মেয়ে বুসরাকে কীটনাশক পান করায় এবং নিজে কীটনাশক পান করে। খুলনায় একুশে বইমেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় শুরু হয়েছে মাসব্যাপী একুশে বইমেলা। সোমবার বিকেলে নগরীর বয়রার বিভাগীয় সরকারী গণগ্রন্থাগার চত্বরে এই বইমেলা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় গণগ্রন্থাগার যৌথভাবে এ মেলা আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, খুলনার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং সরকারী বিএল কলেজের অধ্যক্ষ গুলশান আরা বেগম। বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের উপ-পরিচালক হরেন্দ্রনাথ বসু জানান, খুলনার এই বইমেলায় মোট ৬৫টি স্টল থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা জনসাধারণের উন্মুক্ত থাকবে। এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেল চারটা থেকে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। দশ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জের দুই ছাত্র নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১ ফেব্রুয়ারি ॥ রূপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া আল-আমিন (১১) ও ইব্রাহীম (১০) নামে দুই মাদ্রাসাশিক্ষার্থীকে দশ দিন পার হয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত এক সপ্তাহ আগে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ ইব্রাহীম ওই এলাকার ইউনুছ মিয়ার ছেলে ও আল-আমিন ইসমাইল তালুকদারের ছেলে। তারা দু’জন উপজেলার রসুলবাগ এলাকার রসুলবাগ ফজলুল করিম রশিদিয়া কওমীয়া মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসার এক শিক্ষক জানান, গত দুই বছর ধরে আল-আমিন ও ইব্রাহীম রসুলবাগ ফজলুল করিম রশিদিয়া কওমীয়া মাদ্রাসায় লেখাপড়া করে আসছে। গত ২২ জানুয়ারি দুপুরে ওই দুই শিক্ষার্থী নিজ বাড়ি গোলাকান্দাইলে বেড়াতে যায়। ওই দিন বিকেলে খেলাধুলার উদ্দেশ্যে তারা বাড়ির বাইরে বের হয়। এরপর আর বাড়ি বা মাদ্রাসায় ফিরে আসেনি। বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামকৃষ্ণ মিশনের সংস্কৃতি ভবন প্রাঙ্গণে সোমবার বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেছেন সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র ম-ল। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী আযোজিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ স্বামী অখিলেশানন্দজী মহারাজ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর এমএ ছালেক, সুশীল সরকার, মনিমোহন ম-ল, তিমির কান্তি দে, সুপ্রভাত হালদার প্রমুখ। মাসব্যাপী পরিচ্ছনতা অভিযান সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ), ১ ফেব্রুয়ারি ॥ শাহজাদপুর পৌরসভায় মাসব্যাপী পরিচ্ছনতা অভিযান উদ্বোধন করলেন নবনির্বাচিত পৌর মেয়র হালিমুল হক মিরু। গতকাল সোমবার সকালে এ উপলক্ষে পৌর মেয়রের উদ্যোগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমবেত হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম প্রমুখ।
×