ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটাবের তথ্য

যক্ষ্মায় দিনে আক্রান্ত ৭২০ ॥ মারা যায় ১৪৪ রোগী

প্রকাশিত: ০৪:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৬

যক্ষ্মায় দিনে আক্রান্ত ৭২০ ॥ মারা যায় ১৪৪ রোগী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির মতবিনিময় সভায় দাবি করা হয়েছে, দেশে প্রতিদিন যক্ষ্মা রোগে আক্রান্ত হয় ৭২০ জন আর মারা যায় ১৪৪ জন। এছাড়া প্রতি বছর যক্ষ্মায় আক্রান্ত তিন লাখ রোগীর মধ্যে এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্টেন্স) হয় পাঁচ হাজার রোগীর। আক্রান্তদের মধ্যে প্রতিজনের দুই বছর মেয়াদী চিকিৎসায় সরকারের খরচ হয় তিন লাখ টাকা। সোমবার পাবনা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা টিবি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাসুদুর রহমান। তিনি বলেন, যক্ষ্মা একটি বায়ুবাহিত রোগ। মানুষের হাঁচি-কাশির মাধ্যমে এ রোগ ছড়ায়। যক্ষ্মা রোগের প্রাথমিক লক্ষণ কাশি ও জ্বর। ক্ষুধামন্দা দেখা দেয়ায় খাওয়ার রুচি থাকে না। শরীরের যে কোন স্থানে যক্ষ্মা রোগ হতে পারে। তবে শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ যক্ষ্মা রোগ ছড়ায় ফুসফুসে। নিয়মিত ওষুধ সেবন ও চিকিৎসকের পরামর্শে এ রোগ ভাল হয়। যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাব পাবনার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন (অব) ডাঃ আই আই রসুল। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা। যক্ষ্মাবিষয়ক তথ্য উপস্থাপন ও অনুষ্ঠান পরিচালনা করেন নাটাবের সোস্যাল মোবিলাইজার (এসএম) আতাউর রহমান। ৪৮০ টাকার জন্য বন্ধুকে খুন ॥ আটক ৩ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মাত্র ৪৮০ টাকার জন্য তিন বন্ধু মিলে হত্যা করেছে সাহেব উদ্দিন ঘুটু (১৪) নামে তাদের অপর এক বন্ধুকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার গোলনা কালীগঞ্জ গ্রামে। নিহত ঘুটু ওই এলাকার ঝালমুড়ি বিক্রিতা বাদশাহ মামুদের ছেলে। সোমবার সকালে স্থানীয়রা গ্রামের বাঁশঝাড়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হত্যার শিকার সাহেব উদ্দিন ঘুটুর তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (১৫), হযরত আলীর ছেলে সালা উদ্দিন (১৪), আইয়ুব খানে ছেলে টিটু (১৩)। আটককৃতরা পুলিশকে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় রবিবার রাত আটটার দিকে গোলনা কালীগঞ্জ বঙ্গবন্ধুহাটে বাবার ঝালমুড়ির দোকান থেকে বিক্রির ৪৮০ টাকা নিয়ে একাই বাড়ি ফিরছিল সাহেব উদ্দিন ঘুটু। এ সময় পথে ঘুটুকে আটক করে তারা। এরপর কৌশলে বিড়ি খাওয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। এরপর ঘুটুকে ধাক্কা দিয়ে ভুট্টা ক্ষেতে ফেলে দিয়ে তার পকেটে থাকা ৪৮০ টাকা ছিনিয়ে নেয়। এতে সাহেব উদ্দিন ঘুটু প্রতিবাদ করলে তারা ঘুটুর গলায় মাফলাম পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর লাশ ভুট্টা ক্ষেত থেকে টেনে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে বেঁধে রেখে নিজ নিজ বাড়ি চলে যায়। আটককৃতরা এই হত্যারকা-ের সঙ্গে জড়িত ছিল তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে। নিখোঁজের আট দিন পর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১ ফেব্রুয়ারি ॥ নিখোঁজের আট দিন পর জাহাজের সারেং চাঁন মিয়া মোল্লার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে পদ্মা নদীর শিবচরের কাঁঠালবাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চাঁন মিয়া শিবচরের মাদবরেরচর এলাকার সাহের মোল্লার ছেলে।
×