ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরকীয়ায় বাধা ও যৌতুক না দেয়ায় স্ত্রীকে নির্যাতন

প্রকাশিত: ০৪:১২, ২ ফেব্রুয়ারি ২০১৬

পরকীয়ায় বাধা ও যৌতুক না দেয়ায় স্ত্রীকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ স্বামীর পরকীয়ায় বাধা দেয়া এবং যৌতুকের টাকা দিতে না পারায় শিপ্রা মজুমদার নামে এক গৃহবধূর ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে এ ঘটনায় মামলা হলে পুলিশ শিপ্রার স্বামী নির্যাতনকারী বাচ্চু ম-লকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যরা ঘরে তালা দিয়ে গা-ঢাকা দিয়েছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ যন্ত্রণাকাতর অবস্থায় জানান, প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং সংসারের টাকা-পয়সা ওই নারীর পেছনে খরচ করে ফেলে। এতে সংসারে অভাব-অনটন দেখা দেয়ায় বাচ্চু ও তার পরিবারের লোকজন শিপ্রার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে তার ওপর চাপ প্রয়োগ করে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মন যোগাতে দু’-তিন দফায় শিপ্রা তার গরিব বাবার কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা এনে স্বামীর হাতে তুলে দেন। এতেও তাদের মন ভরে না। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কারণে-অকারণে শিপ্রার ওপর প্রায়ই নির্যাতন চালায়। এ অবস্থায় বাচ্চু শিপ্রাকে আবারো তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন। বাবার কাছ থেকে আর কোন টাকা আনা সম্ভব না বলে জানালে স্বামী, শাশুড়ি-শ্বশুর, ননদ মিলে শিপ্রার ওপর বর্বর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। তখন মৃত ভেবে তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। শিপ্রার বড়ভাই চাঁদসদাগর জানান, তাদের বাড়িতে মোবাইলে বাচ্চু জানায়, শিপ্রা বিষপান করেছে। তখন তারা দ্রুত ছুটে গিয়ে তার বোনকে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। মেঘনায় ট্রলার ডুবি ॥ আরও তিন লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১ ফেব্রুয়ারি ॥ হাইমচরের মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর ও বরিশালের সীমান্তবর্তী এলাকার কালীগঞ্জের মেঘনা নদীতে স্থানীয় লোকজন মৃতদেহগুলোর সন্ধান পায়। উদ্ধার মৃতদেহগুলো হলো- হাইমচর ইশানবালার নারগিস (২৮), শিশু রতন (২) ও আহম্মদ উল্যাহ শিকদার (৪৪)। এর আগে রবিবার বরিশাল থেকে এক শিশু ও ঘটনাস্থল থেকে উদ্ধার ট্রলার থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত নিখোঁজ নয়জনের মধ্যে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হলো। বরগুনায় হত্যা মামলায় স্বামীর মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১ ফেব্রুয়ারি ॥ বেতাগী উপজেলার গৃহবধূ রেলিমা হত্যা মামলার প্রধান আসামি স্বামী আব্দুল লতিফ খানকে (৬০) ফাঁসির আদেশ দিয়েছে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। সোমবার বিকেল ৩টায় বরগুনা জেলা ও দায়রা জজ বারেকুজ্জামান সাক্ষী-প্রমাণের ভিত্তিতে এই আদেশ দেন। আব্দুল লতিফ খান ২০১৪ সালে দুই সন্তানের জননী রেলিমাকে কুপিয়ে হত্যা করে।
×