ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জড়িতদের দ্রুত আটক দাবি

প্রকাশিত: ০৪:০৯, ২ ফেব্রুয়ারি ২০১৬

জড়িতদের দ্রুত আটক দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরের পাড়ালা ঋষিপাড়ায় হামলার পর সেখানে এখন আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক দূর করতে অবিলম্বে হামলায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় লাগাতার কর্মসূচী গ্রহণের ঘোষণা দিয়েছে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ কথা জানান এই দু’টি সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদ যশোরের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন জানান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ ও ইব্রাহিমের নেতৃত্বে পাড়ালা ঋষি পাড়ায় হামলার ঘটনা ঘটে। এছাড়াও হামলায় জড়িত ছিল, খাটুয়াডাঙ্গা গ্রামের রফিকুল, খলিল, কবির, কুদ্দুস, মামুন, রকি, হিরো ও ইকবাল। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ এবং মারপিট করে অন্তত ৭ জনকে আহত করে। হামলায় ঋষিপাড়ার মন্দিরও বাদ যায়নি। ঘটনার পরদিন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতায় এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। তবে ঋষিপাড়ার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের দ্রুত আটক করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, পূজা পরিষদ নেতা দুলাল সমাদ্দার, দেবেন ভাস্কর, যোগেশ দত্ত, শ্রাবণী সুর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা মিলন ঘোষাল, রবিন পাল প্রমুখ। দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ৯ ঘণ্টা ফেরি বন্ধ নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১ ফেব্রুয়ারি ॥ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সোমবার সকাল ৯টায় শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়ার সহকারী ঘাট ম্যানেজার খোরশেদ আলম জানান, রবিবার রাত সাড়ে ১১টা থেকে পদ্মা নদীতে ঘন কুয়াশায় কিছু দৃশ্যমান না হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। স্কুলের ভিত্তি স্থাপন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১ ফেব্রুয়ারি ॥ জেলায় এই প্রথম মিশনারি স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে। জেলা শহরের মজুরে এক একর জমির ওপর সোমবার সকালে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, চট্টগ্রাম ধর্ম প্রদেশ বিশপ মোজেষ এম কস্তা সিএসসি এবং লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোঃ আবু তাহের যৌথভাবে। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, ফাদার লিন্টু রয়, ধর্মপল্লীর পুরোহিত নোয়াখালী, স্কুল প্রকল্পের সমন্বয়কারী ডেরিক পিলার ও বনি রডিক্স প্রমুখ। ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ॥ সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে সংশ্লিষ্ট অডিটরিয়ামে আয়োজন করা হয় সুধী সমাবেশ। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এবং এডিসি (সার্বিক) সফিউল আলমের সঞ্চালনায় এ সমাবেশের আগে মেলা উদ্বোধন করেন স্থানীয় এমপি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার আবু জাহির। মেলায় উন্নত তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৈরি নানা প্রজেক্ট নিয়ে ২৩টি স্টল অংশ নেয়।
×