ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রিন্স মাহমুদের ‘খেয়াল পোকা’

প্রকাশিত: ০৩:৪৬, ২ ফেব্রুয়ারি ২০১৬

প্রিন্স মাহমুদের ‘খেয়াল পোকা’

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ বিরতির পর প্রকাশ হলো গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের মিশ্র এ্যালবাম ‘খেয়াল পোকা’। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান, তপু, মাহাদি, কনা, এলিটা, ইমরান, মিনার, শামিম, ইভা ও নন্দিতা। রাজধানীর এক রেস্টুরেন্টে রবিবার সন্ধ্যায় এ এ্যালবামের গানগুলোর ডিজিটাল প্রকশনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রবি ভ্যাস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান ফয়সাল ও ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া এবং এ্যালবামের শিল্পীরা। প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘খেয়াল পোকা’ এ্যালবামে স্থান পাওয়া ৯ শিল্পীর নতুন গান শোনা যাচ্ছে রবি রেডিওজিতে। জি সিরিজ ও রবির যৌথ উদ্যোগে এ এ্যালবামটি প্রকাশ হয়েছে। এর আগে জিসিরিজ থেকে প্রকাশিত একাধিক এ্যালবামের বেশিরভাগ গানেরই মৌলিকত্ব ও নতুনত্ব নিয়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে গত বছর ঈদে একসঙ্গে একশ’ এ্যালবাম প্রকাশ করে জিসিরিজ। যে এ্যালবামগুলোর বেশিরভাগ গানেই নতুনত্ব খুঁজে পাননি শ্রোতারা। প্রায় সবই ছিল গতানুগতিক। তবে সুরকার হিসেবে পরিক্ষীত প্রতিষ্ঠিত প্রিন্স মাহমুদের নতুন গানগুলো বরাবরের মতই শ্রোতাদের অন্যরকম আনন্দ দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
×