ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলা খেয়াল উৎসব সম্মাননা পেল সংস্কৃতি কেন্দ্র

প্রকাশিত: ০৩:৪৫, ২ ফেব্রুয়ারি ২০১৬

বাংলা খেয়াল উৎসব সম্মাননা পেল সংস্কৃতি কেন্দ্র

স্টাফ রিপোর্টার ॥ বাংলা খেয়াল উৎসবে আজীবন সম্মাননা পেল সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সংস্কৃতি কেন্দ্র’। চ্যানেল আই আয়োজিত সরাসরি এ উৎসব রবিবার সন্ধ্যায় শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত চলে। উৎসবের শুরুতেই এই সংগঠনটিকে সম্মাননায় ভূষিত করা হয়। সংস্কৃতি কেন্দ্রের কর্ণধার সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সালাউদ্দীন আহমেদ ও ফেরদৌস আরা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। সম্মাননার অনুভূতি প্রকাশ করে সঙ্গীতজ্ঞ আজাদ রহমান বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে যথাযথ মর্যাদা দেয়ার জন্য সঙ্গীতকর্মে এর থেকে বড় আর কিছু নেই। ‘আপন ভাষায় আপন সুরে’ সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হয় মূল কার্যক্রম। বাংলা খেয়াল পরিবেশন করেন- শিল্পী খায়রুল আনাম শাকিল, শাহিন সামাদ, ড. অসিত রায়, ইউসুফ আহমেদ খান, সালাহউদ্দিন আহমেদ, ওস্তাদ লিও জে বাড়ৈ, ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. নাশিদ কামাল, ড. লীনা তাপসী খান, ড. হারুন অর রশিদ, ডালিয়া নওশীন, ড. শায়লা তাসমিন, প্রিয়াঙ্কা গোপ, স্বর্ণময় চক্রবর্তী, ড. মিন্টু কৃষ্ণ, তানজিনা করিম, আলিফ লায়লা প্রমুখ। সেতার পরিবেশন করেন ফিরোজ খান। সরোদ পরিবেশন করেন ইউসুফ খান। বাঁশিতে সুর তোলেন গাজী আবদুল হাকিম। উৎসবটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।
×