ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাওয়ের মনস্তত্ত্ব বুঝতে বিষ্ঠা পরীক্ষার গোপন ল্যাব!

প্রকাশিত: ০৩:৪৩, ২ ফেব্রুয়ারি ২০১৬

মাওয়ের মনস্তত্ত্ব বুঝতে বিষ্ঠা পরীক্ষার গোপন ল্যাব!

চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং ও অন্য বিশ্ব নেতাদের মনস্তত্ত্ব বুঝতে তাদের বিষ্ঠা পরীক্ষা করে তাদের ওপর গুপ্তচরবৃত্তি করতেন তৎকালীন সোভিয়েত শাসক জোসেফ স্ট্যালিন। সাবেক সোভিয়েত গুপ্তচর আইগর আতামানেনকো এমন দাবি করেছেন। রুশ গোয়েন্দা সংস্থার আর্কাইভ নিয়ে গবেষণার সময় স্ট্যালিনের এই গোপন প্রজেক্টের কথা প্রকাশ করলেন আতামানেনকো। এই প্রজেক্ট স্ট্যালিনের বিশ্বস্ত লাভরেনতি বেরিয়ার নেতৃত্বে চলত। এই প্রজেক্টের অধীনে, মাওয়ের মস্কো সফরের সময় তার জন্য আলাদা টয়লেট তৈরি করা হয়। মাও ১৯৪৯ সালে ১০দিনের সফরে মস্কো গিয়েছিলেন। ওই ১০ দিনে মাওয়ের বিষ্ঠা সংগ্রহ করা হয় বিশ্লেষণের জন্য। মাওয়ের জন্য তৈরি টয়লেট পয়নিষ্কাশন লাইনের সঙ্গে সংযুক্ত ছিল না এবং বিষ্টা গোপন বক্সে করে ল্যাবে নিয়ে পটাশিয়াম ও এ্যামাইনো এ্যাসিড পরীক্ষা করে দেখা হতো। এই দুটি উপাদান মানুষের মনস্তত্ত্ব বুঝতে সহায়তা করে। জনশ্রুতি আছে, মাওয়ের বিষ্ঠা পরীক্ষা-নিরীক্ষা করার পর তার সঙ্গে চুক্তি করতে রাজি হননি স্ট্যালিন। আতামানেনকো বলেছেন, এখনকার মতো ওই সময়ে সোভিয়েত গোয়েন্দাদের শোনার যন্ত্র ছিল না। তাই কোন ব্যক্তি সম্পর্কে জানতে আমাদের বিষেশজ্ঞরা বিষ্ঠা পরীক্ষার মতো পন্থা ব্যবহার করত। -পিটিআই
×