ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছয় লাখ মানুষের স্বাক্ষর

গ্রীক দ্বীপবাসীর শান্তিতে নোবেলের পক্ষে পিটিশন

প্রকাশিত: ০৩:৪৩, ২ ফেব্রুয়ারি ২০১৬

গ্রীক দ্বীপবাসীর শান্তিতে নোবেলের পক্ষে পিটিশন

ইউরোপের শরণার্থী সঙ্কটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া গ্রীসের দ্বীপবাসীদের এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে এক অনলাইন পিটিশনে প্রায় ছয় লাখ লোক স্বাক্ষর করেছে। গত বছর ইউরোপে নয় লাখ শরণার্থী প্রবেশ করেছে। যাদের বেশির ভাগকেই সহায়তা করেছে ইজিয়ান সাগরে অবস্থিত গ্রীক দ্বীপগুলো। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাবিদরাও একই ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং তারা তাদের নিজস্ব একটি খসড়া ১ ফেব্রুয়ারির আগে নোবেল কমিটির কাছে জমা দিয়েছে। এতে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় এমপি, শিল্পী, রাজনীতিবিদ ও গ্রীসের গণমাধ্যম। মনোনয়নের তালিকা জমা দেয়ার শেষ তারিখ পহেলা ফেব্রুয়ারি। এছাড়া গ্রীসের কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্ব কয়েকজনের নাম মনোনীত করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠিয়েছে। এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই মনোনীতরা হলেন, এক গ্রীক অবসরভাতা ভোগী এমিলিয়া ক্যামভিসিস (৮৫), একজন জেলে স্ত্যাতিস ভালিয়ামোস (৪০) ও অস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুসান সারান্দন। এমিলিয়া ও স্ত্যাতিস তাদের সেচ্ছাসেবী কাজের জন্য স্থানীয় সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। গ্রীক দ্বীপ লেসবস সফর করে শরণার্থী সঙ্কটে সচেতনতা বৃদ্ধি ও সেখানে স্বেচ্ছাসেবকের কাজ করায় সারান্দনকে মনোনীত করা হয়েছে। ইজিয়ান সাগরে অবস্থিত এই দ্বিপগুলো হলো লেসবস, কস, কিয়স, সামোস, রোডস ও লেরোস। -এএফপি ভুল বিচারে কিশোরের মৃত্যুদ-, ২৭ চীনা কর্মকর্তার শাস্তি চীনে ২০ বছর আগে এক কিশোরকে ভুল বিচারে মৃত্যুদ-ে দ-িত করার দায়ে ২৭ কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। রবিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। চীনের স্বায়ত্তশাসিত এলাকা ইনার মঙ্গোলিয়ায় ১৯৯৬ সালে একটি টেক্সটাইল কারখানার টয়লেটে এক নারী ধর্ষণের পর খুন হন। এই ঘটনায় ১৮ বছর বয়সী হুগজিলতকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ- দেয় আদালত। বছরের শেষ দিকে তার মৃত্যুদ- কার্যকর করা হয়। কিন্তু ২০০৫ সালে অনেকগুলো ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঝাও ঝিহং নামের এক ব্যক্তি ওই ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে। -চায়না ডিজিটাল টাইমস ও বিবিসি
×