ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরীয় শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি

প্রকাশিত: ০৩:৪২, ২ ফেব্রুয়ারি ২০১৬

সিরীয় শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি

সিরিয়ার সরকারবিরোধী প্রধান পক্ষ জাতিসংঘের বিশেষ দূত স্তোফান দে মিসতুরার সঙ্গে রবিবার তাদের প্রথম বৈঠকের পর তার এক প্রস্তাব বিবেচনা করছেন। এতে বিরোধী প্রতিনিধি দলের পক্ষে জেনেভায় আহূত সিরীয় শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার পথ সুগম হতে পারে। এক পশ্চিমা কূটনীতিক সূত্রে একথা জানা যায়। জাতিসংঘ দূত সিরীয় যুদ্ধ অবসানের লক্ষ্যে এ যাবত কালের মধ্যে সবচেয়ে বড় এ কূটনৈতিক প্রয়াসকে টিকিয়ে রাখতে রবিবার প্রাণপণ চেষ্টা চালান। যুক্তরাষ্ট্রও শান্তি আলোচনায় জড়িত উভয় পক্ষকে এ ঐতিহাসিক সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কের এক শিয়া ধর্মীয় স্থানে তিনটি বোমা বিস্ফোরণে ৭১ ব্যক্তি নিহত হওয়ার পর আলোচনা প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। চরমপন্থী ইসলামিক স্টেট দল সর্বশেষ এ রক্তক্ষয়ী ঘটনার দায়দায়িত্ব স্বীকার করে। সৌদি সমর্থিত হায়ার নিগোশিয়েশন কমিটির (এইচএনসি) প্রতিনিধিরা রবিবারের শুরুতে সতর্ক করে দিয়েছিলেন যে, পাঁচ বছরের ঐ সংঘাতে বেসামরিক লোকজনের দুঃখদুর্দশা লাঘবের ব্যবস্থা না নেয়া হলে তারা এখনও জেনেভা আলোচনা থেকে সরে যেতে পারে। -এএফপি ও ইয়াহুনিউজ পান্ডা দেখভালে... চীনে সারাদিন পান্ডা দেখভালের জন্য বছরে ৩২ হাজার মার্কিন ডলার বেতন পাওয়া যাবে। এই চাকরির জন্য পৃথিবীর যে কোন প্রান্তের, যে কেউই আবেদন করতে পারবেন। চীনের সিচুয়ান প্রদেশের ইয়ানের জায়েন্ট পান্ডা রিসার্চ সেন্টার দিচ্ছে এই অভিনব চাকরির অফার। আবেদনকারীর বয়স অন্তত ২২ বছর, জানতে হবে ফটোগ্রাফি আর পান্ডা সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। -হাফিংটন পোস্ট ৫০ ডিগ্রী কাত হয়ে ছুটছে সাড়ে তিন হাজার টন কাঠ আর নির্মাণ যন্ত্রপাতি বোঝাই একটি ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজ চালকবিহীন অবস্থায় ফ্রান্স উপকূলের দিকে ছুটছে। মডার্ন এক্সপ্রেস নামের পানামায় নিবন্ধিত জাহাজটিকে টেনে বন্দরে নিয়ে যেতে না পারলে সেটি মঙ্গলবার ভোরে অথবা এর আগে আটলান্টিক উপকূলে আছড়ে পড়তে পারে। ৪০ থেকে ৫০ ডিগ্রী কাত হয়ে থাকা জাহাজটি সোজা করতে ব্যর্থ হয়ে গত সপ্তাহেই জাহাজটির ২২ জন নাবিকের সবাইকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়। -বিবিসি
×