ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলারির ইমেইলে তথ্য

জে. কায়ানির বার্তাবাহক ছিলেন জাতিসংঘের পাক রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৩:৪২, ২ ফেব্রুয়ারি ২০১৬

জে. কায়ানির বার্তাবাহক ছিলেন জাতিসংঘের পাক রাষ্ট্রদূত

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের বর্তমান রাষ্ট্রদূত মালিহা লোধি দৃশত ওবামা প্রশাসন ও সাবেক সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির মধ্যে অনানুষ্ঠানিক বার্তাবাহক হিসেবে কাজ করতেন। এক সিনিয়র সহযোগীর কাছ থেকে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পাওয়া এক ইমেইলের বরাতে এ তথ্য জানা গেছে। খবর ডন অনলাইনের। মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারির প্রায় এক হাজার ইমেইল প্রকাশ করেছে। হিলারি যোগাযোগের জন্য প্রায়ই ব্যক্তিগত ইমেল ও ব্যক্তিগত সার্ভার ব্যবহার করতেন। এর মধ্যে একটি ইমেইল ছিল ওই সময়ের আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মার্কিন সিনিয়র উপদেষ্টা বালি নাসিরের। তিনি হিলারিকে জানিয়েছিলেন, জেনারেল কায়ানির একটি বার্তা তাকে দিতে চান মালিহা। নাসির ২০১১ সালের ২১ জানুয়ারিতে পাঠানো ইমেলে লিখেছিলেন, আমি মালিহা লোধির কাছ থেকে একটি ফোন পেয়েছি। তিনি এখন লন্ডনে আছেন। তিনি কায়ানির একটি বার্তা দিয়েছেন। তবে নাসিরকে মালিহা যে বার্তা দিয়েছিলেন, তা সম্ভবত পুরোটাই সম্পাদনা করা ছিল। মালিহা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনেও পাকিস্তানী রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তবে তিনি যখন এই বার্তাবাহকের কাজ করেছেন, তখন তিনি সরকারী কর্মকর্তা ছিলেন না। তিনি তখন পাকিস্তানী ও আন্তর্জাতিক সংবাদপত্রের প্রখ্যাত কলাম লেখিকা। নাসিরও একজন প্রখ্যাত শিক্ষাবিদ এবং তিনি পাকিস্তানে বাস করেন, সেখানে তার অনেক বন্ধু রয়েছে। টেক্সটে দেখা যায়, নাসির দুই প্যারার একটি ইমেইল পাঠিয়েছেন।
×