ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জন্মদিনের শুভেচ্ছা ॥ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলামের ৮০তম জন্মদিনে

প্রকাশিত: ০৩:৩৫, ২ ফেব্রুয়ারি ২০১৬

জন্মদিনের শুভেচ্ছা ॥ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলামের ৮০তম জন্মদিনে

একান্ত কাছ থেকে দেখেছি তোমার হৃদয়ের স্পন্দন মানুষের মাঝে হয়ে আছো তুমি নন্দিত নন্দন পদ্মা-গড়াই-মধুমতি রবীন্দ্র-লালনের দেশে বাংলার ধূলি-কাদা সোনালী ফসলের মাঠে বেড়ে ওঠা বাড়ন্ত জীবনের হাতছানি পেয়ে বঙ্গবন্ধুর সান্নিধ্যে স্বাধীনতার স্বপ্ন দেখার যৌবন আলোকে স্বদেশে-বিদেশে কর্মময় জ্ঞানের বিকাশে উদ্দীপ্ত মেধার কল্পলোকে লালন করেছিলে স্বাধীনতার স্বপ্নবলয়। স্বাধীনতার অমর কবি বঙ্গবন্ধুর ঘোষণার বাণী ইতিহাসে সাজালে তুমি রাষ্ট্রের প্রথম দলিল হৃদয়ে মিশে আছে স্বাধীনতার চেতনায় মুক্ত আকাশের নীলে। লাল সবুজের পতাকা হাতে দেখেছি শস্য-শ্যামল সবুজে ঘেরা স্বাধীনতার রূপকল্প এ বাংলাদেশে তোমার ৮০তম জয়ন্তীতে দেখি স্বাধীনতা সংবিধানের চেতনায় ভরপুর যৌবনের তরঙ্গমালা হৃদয়ে বহমান অশান্ত সময়ে শান্ত হাওয়ায় ফুলে ফলে ভরে আছে তোমার জীবন; মানুষের সেবা দানে নিবেদিতপ্রাণ আইন অঙ্গনে গর্বিত উপমা-উদাহরণে সংশয়-সংকটে দিক-নির্দেশনার ইতিহাসে; হৃদয়মন্দিরে অনাবিল রাজত্বে নিঝুম নিরালয়ে বাস ইতিহাস আঁকি কবিতায় আশীর্বাদের বাহনে পুষ্পরথের সারথি হয়ে বেঁচে থাকো; বেঁচে রবে আমাদের সকলের মাঝে।
×