ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের জিএম ননী গোপাল নাথের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৮:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৬

সোনালী ব্যাংকের জিএম ননী গোপাল নাথের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের জিএম ননী গোপাল নাথের বিরুদ্ধে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করেছে দুদক। রবিবার রমনা মডেল থানায় এ মামলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। ননী গোপাল নাথ হলমার্ক কেলেঙ্কারি মামলার চার্জশীটভুক্ত আসামি। ঋণ জালিয়াতির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করেছে। দুদক সূত্র জানায়, ২০১২ সালে হলমার্ক কেলেঙ্কারি অনুসন্ধান শুরুর সময় সোনালী ব্যাংকের তৎকালীন জিএম ননী গোপাল নাথের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদের সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয়া হয়। সাত দিন সময় দেয়া হলেও নির্ধারিত সময়ে তিনি কমিশনে তার সম্পদের বিবরণী দাখিল করেননি।
×