ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যা থেকে সিমেন্ট কারখানার কর্মচারীর লাশ উদ্ধার ॥ গাড়ি ও অফিস ভাংচুর

প্রকাশিত: ০৮:৪৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

শীতলক্ষ্যা থেকে সিমেন্ট কারখানার কর্মচারীর লাশ উদ্ধার ॥ গাড়ি ও অফিস ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩১ জানুয়ারি ॥ সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার সেভেন হর্স সিমেন্ট কারখানার ক্রেনের কনভেয়ার বেল্ট অপারেটর বিল্লাল হোসেনের (৩৮) লাশ শীতলক্ষ্যা নদীর জেটি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার বেলা ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে। পরে বেলা তিনটায় ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও তার আত্মীয়স্বজন কারখানার ৬-৭টি গাড়ি ও নিরাপত্তা প্রহরীর অফিস কক্ষের কাঁচ ভাংচুর করে। পুলিশ জিজ্ঞাবাসাবাদের জন্য কারখানার আট কর্মচারীকে আটক করেছে। পরিবারের দাবি, বিল্লালকে হত্যা করা হয়েছে। বিল্লাল আইলপাড়ার আবুল হোসেনের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্লাহ জানান, বিল্লাল হোসেনের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ড। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে
×