ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রকাশ করবে বিএনপি ॥ নজরুল

প্রকাশিত: ০৮:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে  শহীদদের তালিকা  প্রকাশ করবে  বিএনপি ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নির্ধারণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যর্থতার দায়ভার সরকারকে নিতে হবে। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভা থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে দেশব্যাপী তিনদিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে- ৩ ফেব্রুয়ারি দেশের সকল বিভাগ, ৪ ফেব্রুয়ারি জেলা শহর এবং ৫ ফেব্রুয়ারি থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে কৃষক দল। কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সহ-সভাপতি নাজিম উদ্দীন প্রমুখ।
×