ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় নবীর (সাঃ) নাতনির মাজারের কাছে বোমায় নিহত ৪৫

প্রকাশিত: ০৮:৪৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

সিরিয়ায় নবীর (সাঃ) নাতনির মাজারের কাছে বোমায় নিহত ৪৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়েদা জয়নবের (রা.) মাজারের কাছে একটি গাড়িবোমা ও দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত ১১০ জন আহত হয়েছে। সাইয়েদা জয়নব (রা.) হযরত মোহাম্মদ (স.) এর নাতনি। খবর বিবিসি অনলাইনের। সিরিয়ার সরকারী টিভিতে বিস্ফোরণে একটি ভবনে আগুন জ্বলে যাওয়াসহ আশপাশের ক্ষয়ক্ষতি দেখান হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, একদল জঙ্গী সাইয়েদা জয়নবের (রা.) মাজারের পার্শ্ববর্তী এলাকায় একটি গ্যারেজে প্রথমে গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। লোকজন সেখানে উদ্ধার কাজ চালাতে গেলে দুই আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে নিজেদের উড়িয়ে দেয়। ‘সন্ত্রাসীদের দল’ এ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হালাকি। তিনি বলেন, তাদের সেনাবাহিনীর কাছে ক্রমাগত হারতে থাকা সন্ত্রাসীরা নিজেদের মনোবল চাঙ্গা করতে এ হামলা চালিয়েছে। সাইয়েদা জয়নবের (রা.) মাজারটি সিরিয়ার শিয়াদের সবচেয়ে পবিত্র ধর্মীয়স্থান বলে গন্য। এমন এক সময় এ হামলা হলো যখন জেনেভায় সিরিয়া সরকার এবং বিরোধী প্রতিনিধিরা জাতিসংঘে শান্তি আলোচনায় যোগ দিয়েছেন।
×