ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাসে ডাব খেয়ে সর্বস্ব খোয়ালেন পুলিশ

প্রকাশিত: ০৮:৪৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

বাসে ডাব খেয়ে সর্বস্ব খোয়ালেন পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালিবাগে বাসের জানালা দিয়ে ডাব কিনে খেয়ে গাজীপুর ডিএসবি’র এক কনস্টেবল ফারুক আজম (৫৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। দুটি স্বর্ণের আংটি দুটি মোবাইলসহ মানিব্যাগ খুইয়েছেন। তিনি কাপাসিয়ায় থাকতেন। রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে। ডিএসবিদ’র কনস্টেবল ফারুক আজম তার ছেলে আল আমিনকে সঙ্গে নিয়ে গাজীপুর থেকে বলাকা পরিবহনে ঢাকায় আসেন। মালিবাগ মোড়ে একটি ডাব কিনে খান। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। রাজধানীতে দুর্ঘটনায় পোশাক শ্রমিকসহ ২ জনের মৃত্যু ॥ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক দু’টি দুর্ঘটনায় পোশাক শ্রমিকসহ ২ জন মারা গেছে। রবিবার রাতে উত্তরা ও খিলক্ষেতে এ দু’টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা দু’টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস। রাত ৮টার দিকে রাজধানীর উত্তরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায় আব্দুর রহমান (২৬) নামে এক যুবক। তিনি গাজীপুরে টঙ্গীর কলেজ গেট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের এইচএম ভবনে মাসুদুর রহমানের দোকানে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করতেন। রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পোশাক শ্রমিক জাহানারা বেগম (৬০)। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জের জাফর আলীর স্ত্রী।
×