ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে সাধারণ আলোচনা

মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয়বাংলা মেনেই রাজনীতি করতে হবে

প্রকাশিত: ০৭:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয়বাংলা মেনেই রাজনীতি করতে হবে

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সংসদ সদস্যরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু এবং একাত্তরের রণাঙ্গনের ধ্বনী জয় বাংলা মেনেই করতে হবে। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও রাজাকার এবং তাদের দোসরদের এদেশে কোন ঠাঁই হবে না। দেশের জনগণ ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করেছে। রবিবার জাতীয় সংসদে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারী দলের এ কে এম ফজলুল হক, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এ্যাডভোকেট শামছুন নাহার বেগম ও ফিরোজা বেগম চিনু। সংসদে বঙ্গবন্ধু ট্রাস্ট বিল ॥ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশ-বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠনের লক্ষ্যে রবিবার জাতীয় সংসদে একটি বিল উত্থাপিত হয়েছে। ট্রাস্টের ৮৫ কোটি ৯৫ লাখ টাকার তহবিল পরিচালনার বিধান রেখে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিলটি উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট পেশ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।
×