ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্যরকম খাবারের স্বাদে মকা

প্রকাশিত: ০৭:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

অন্যরকম খাবারের স্বাদে মকা

রেস্টুরেন্টটায় প্রথমে ঢুকে খাবারের স্বাদ আস্বাদন করার চেয়েও মনে খটকা লাগলো নাম শুনে। মকা আবার কেমন নাম। এটা কি সেই বাংলাদেশ ভারত ক্রিকেট সিরিজের আলোচিত মওকা নামের অবলম্বনে। নাকি অন্যকিছু? এলোমেলো কথা ঘুরপাক খেলেও ভুল টা ভাঙ্গলো নাভিদ সাহেবের সঙ্গে কথা বলে। তিনি জানালেন মকা হচ্ছে প্রাচীন যুগের কফি বা চা খাওয়ার একটি পেয়ালা। যা মকা নামে পরিচিত। সেই প্রাচীন সৌখিনতার কথা ভেবেই রেস্টুরেন্টটির মকা নামকরন করা হয়েছে। তবে রেস্টুরেন্টটি বেশ গোছানো। ঢুকতেই নানা ধরনের জ্যাজ ব্লুজ টোন কানে ভেসে আসবে। নান্দনিক পরিবেশে চলছে গান সেই সঙ্গে খাওয়া দাওয়া। বেশ মহোনীয় পরিবেশ। পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর একটি জায়গা। আসার খাবারের মানও যথেষ্ট ভালো। ভালো বলতে স্বাস্থ্য সম্মত। চমৎকার গান আর খাবারের আয়োজন নিয়ে রেস্টুরেন্টটি দাড়িয়ে আছে বনানী ১১ নম্বর সড়কের এইচ ব্লকের ৪৯ নম্বর বাড়িতে।
×