ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় উদীচীর নাট্যোৎসব সমাপ্ত

প্রকাশিত: ০৬:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৬

নেত্রকোনায় উদীচীর নাট্যোৎসব সমাপ্ত

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ধর্মান্ধতা, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিকে রুখে দাঁড়াবার দৃঢ় প্রত্যয়ে নেত্রকোনায় উদীচী আয়োজিত ‘ঢাকা বিভাগীয় নাট্যোৎসব’ শনিবার রাতে শেষ হয়েছে। উদীচীর নেত্রকোনা জেলা সংসদের ব্যবস্থাপনায় ‘ঢাকা বিভাগীয় নাট্যোৎসব উদযাপন কমিটি’ প্রথবারের মতো এ নাট্যোৎসবের আয়োজন করে। শনিবার রাতে উৎসবের সমাপনী দিনে তিনটি নাটক মঞ্চস্থ হয়। নাটকগুলো হচ্ছে কিশোরগঞ্জ জেলা উদীচীর ‘অতঃপর সাধু’, শেরপুর জেলা উদীচীর ‘বর্ণচোর’ এবং নেত্রকোনা জেলা উদীচীর ‘চোরাকাহিনী’। রাত ১১টায় উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও উদীচীর কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবীন আনুষ্ঠানিকভাবে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চু ও সদস্য সচিব নীলম বিশ্বাস রাতুল। উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার রাতে উদীচীর জামালপুর জেলা সংসদ ‘মৃত্যুঞ্জয়’ ও ময়মনসিংহ জেলা সংসদ ‘দেয়ালের লিখন’ নাটক মঞ্চস্থ করে। দ্বিতীয় দিন শুক্রবার রাতে উদীচীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ মঞ্চস্থ করে ‘পলাশের রং’ এবং কেন্দ্রীয় সংসদ পরিবেশন করে ‘কাক চরিত্র’। প্রথমদিন উৎসবের উদ্বেধান করেন নেত্রকোনার প্রবীণ নাট্যজন বিমল চক্রবর্তী। প্রতিদিন হাজার হাজার দর্শক তীব্র শীত উপেক্ষা করে এ নাট্যোৎসব উপভোগ করেন।
×