ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরও খবর

প্রকাশিত: ০৬:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৬

আরও খবর

পকেটে ইয়াবা ঢুকিয়ে আটকের চেষ্টা ॥ এএসআই অবরুদ্ধ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩১ জানুয়ারি ॥ পুরানবাজার ব্যবসায়ীদের হাতে শনিবার রাতে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ ছিল সদর থানার এএসআই মোঃ আজিজ। পুলিশ তাকে উদ্ধার করে। ব্যবসায়ীরা জানায়, পুরান বাজার কাঠপট্টি এলাকায় শহীদ মটরসের কর্মচারী রাজু তার কর্মস্থলে কাজ করছিল। এ সময় সদর থানা পুলিশের এএসআই আজিজ রাত ৭টার দিকে সেখানে গিয়ে রাজুর পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে আটকের চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এ ঘটনায় উত্তেজিত ব্যবসায়ীরা এএসআই আজিজকে আটকে রাখে। এই খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। শহীদ মটরসের কর্মচারী রাজু বলেন, “ওই এএসআই এসে আমার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে বলে আমি নাকি ইয়াবা ব্যবসা করি।” এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন কথা বলেননি। চাঁপাইয়ে যুবককে কুপিয়ে খুন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার দশরশিয়া গ্রামে ইসমাইল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে একটি আমবাগান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইসমাইল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া বেলদারপাড়া গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, সদর উপজেলার দশরশিয়া গ্রামের ইসমাইলকে শনিবার রাত ১০টার দিকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাবি ছাত্রের লাশ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, নগরীর আলুপট্টি এলাকার একটি ছাত্রাবাস থেকে শনিবার রাতে সুব্রত কুমার (২০) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। সুব্রত কুমার রাবির ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার দেওপাড়া এলাকার দ্বিজেন্দ্রনাথের ছেলে। নগরীর বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা বলেন, সুব্রত নগরীর আলুপট্টি এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন। শনিবার বিকেলে তার কক্ষে কেউ ছিল না। বিকেলের কোন এক সময় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। রাত ৮টার দিকে পুলিশ খবর পেয়ে দরজা ভেঙ্গে ওই শিক্ষার্থীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩১ জানুয়ারি ॥ সিদ্ধিরগঞ্জের নয়াআটির রসুলবাগ এলাকায় গরু ব্যবসায়ী জয়নাল মিয়াকে গুলি করে পৌনে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ জয়নাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ জয়নাল মিয়া সিদ্ধিরগঞ্জে নয়াআটির রসুলবাগের মৃত হাসেম বেপারীর ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টায়। পুলিশ জানায়, চাচা জয়নাল মিয়া ও ভাতিজা আজিজুর রহমান টাকা নিয়ে রাজশাহীতে গরু কিনতে যাচ্ছিলেন। তারা রসুলবাগের নিজ বাসা থেকে বের হওয়ার পর পর একটি প্রাইভেটকার যোগে ৩-৪ জন ছিনতাইকারী চাচা-ভাতিজার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা চাচা জয়নাল মিয়াকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। ভাতিজা আজিজুলকে মারধর করে। পরে ছিনতাইকারীরা তাদের কোমর থেকে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জয়নাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাগেরহাটে বিদ্যুত চুরি উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে বিদ্যুত চুরির অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে কচুয়া থানায় বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির এজিএম (প্রশাসন) এমডি ওয়াহিদুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ডিবি পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে আসামি খুলনা কেএমপির দৌলতপুর সড়কের মৃত কাউছার গাজীর ছেলে ইয়াছিন গাজী ওরফে শুভ ও খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর এলাকার শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ সাগর হোসেনকে আটক করে। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। দিনাজপুরে চার ডাকাত আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে হাফপ্যান্ট পরিহিত চার ডাকাত পুলিশের হাতে ধরা পড়েছে। পালিয়েছে আরও চার ডাকাত। আটক ৪ ডাকাতকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিরামপুর উপজেলার বেগমপুরে শনিবার রাত পৌনে ১টায় ডাকাতির প্রস্ততি নেয়ার সময় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশ ধাওয়া করে চার ডাকাতকে আটক করে। আটককৃত ডাকাতরা হলোÑ বেলাল হোসেন, আফজাল হোসেন, আব্দুর রাজ্জাক এবং মতিয়ার রহমান। অপর ৪ ডাকাত পালিয়ে যায়। ডাকাতদের কাছ থেকে ৪টি ধারালো ছুরি, ৪টি টর্চলাইট ও কালো পোশাক উদ্ধার করা হয়। ১০ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ৩১ জানুয়ারি ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের খাসেরহাট বাজারে রবিবার সকালে অগ্নিকা-ে ১০ দোকান পুড়ে গেছে। এতে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। সকাল ৬টার দিকে একটি দোকানের পাশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ঘেরে বিষ প্রয়োগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে পূর্বসরালিয়া গ্রামে শনিবার রাতে একটি মৎস্য ঘেরে বিষ দিয়ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ঘের মালিক আব্দুল জব্বার, হেমায়েত হোসেন ও মইনুদ্দিন হাওলাদার জানান, শত্রুপক্ষের লোকরা ঘেরটিতে বিষ প্রয়োগ করেছে। এতে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রকার সাদা মাছ মরে যাওয়ায় কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। মাঠকর্মীরা পেলেন বাইসাইকেল স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পবা মৎস্য অধিদফতরের ৮ কর্মীকে দেয়া হলো বাইসাইকেল। সাধারণ মানুষকে মাছ চাষে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার সকালে ৮ মাঠকর্মীকে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় আসনের এমপি আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অধিদফতরের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর রুহুল আমিন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন প্রমুখ। ইইউতে নবীনবরণ ইস্টার্র্ন ইউনিভার্সিটির (ইইউ) ‘স্প্রিং ২০১৬’ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুটি পর্বে অনুষ্ঠিত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণের স্নাতকোত্তর পর্বে প্রধান অতিথি ছিলেন রহিমআফরোজ লিমিটেডের গ্রুপ হেড কম্পøায়ান্স মাহসুদুর রহমান, এফসিএ, এফসিএমএ এবং স্নাতক পর্বে সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। Ñবিজ্ঞপ্তি সড়ক দুর্ঘটনা মুন্সীগঞ্জে স্ত্রী বোনসহ ব্যবসায়ী নিহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালীতে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী আজহার হোসেন মৃধা (৬৫) স্ত্রী ও বোনসহ নিহত হয়েছেন। স্ত্রী জাহানারা বেগম (৫০) ও বোন মাকসুদা বেগম (৬০) স্থানীয় হাসপাতালে প্রাণ হারান। গুরুতর আহত হয়েছে গৃহপরিচারিকা মরিয়ম বেগম ও চালক কোরবান আলী। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রবিবার দুপুর ১২টার দিকে এই ঘটনায় মহাসড়কটিতে ৪০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। মন্দিরে আগুন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল সর্বজনীন কালী মন্দিরে শনিবার গভীর রাতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ভস্মীভূত করেছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। মন্দির কমিটির সভাপতি মন্টু লাল চক্রবর্তী জানান, অজ্ঞাতনামা দুষ্কৃৃতকারীরা মন্দিরের দরজার ফাঁকা দিয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগ করে। গাজীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে ১০ শ্রমিক নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩১ জানুয়ারি ॥ কালিয়াকৈরের ইটভাঁটির ১০ শ্রমিককে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। অসুস্থ ওই শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ শ্রমিকদের বরাত দিয়ে কালিয়াকৈর উপজেলার ডুবাইল এলাকার ইটভাঁটির ম্যানেজার শফিকুল ইসলাম জানান, কাজ শেষে শনিবার রাতে খাবার খেয়ে শ্রমিকরা ঘুমোতে যায়। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইটভাঁটির শ্রমিকদের চেতনানাশক ওষুধ খাওয়ায়। এতে ১০ শ্রমিক অচেতন হয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা শ্রমিকদের কাছ থেকে কমপক্ষে ১০টি মোবাইল সেট ও নগদ প্রায় ১০ হাজার টাকা লুটে নেয়। কাজে যোগদান না করায় খোঁজ নিয়ে জানা যায়, তারা অসুস্থ অবস্থায় ইটভাঁটিতে পড়ে আছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলা নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৩১ জানুয়ারি ॥ রবিবার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ঘোষণা করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন। দুপুরে এ মেলা উপলক্ষে ঐতিহ্য জাদুঘরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ। সার ও প্রয়োগ যন্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩১ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ শেষে গুটি ইউরিয়া সার ও প্রয়োগ যন্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা মিলনায়তনে সার ও প্রয়োগ যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
×