ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষানীতি বাস্তবায়ন হচ্ছে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৬

শিক্ষানীতি বাস্তবায়ন হচ্ছে ॥ শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩১ জানুয়ারি ॥ নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা এতদিন যে চলমান গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় পড়ে আসছি, ওই শিক্ষায় ও পড়ালেখায় আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা যাবে না। তারা এ দেশ গড়ে তুলবেন, ভবিষতে নেতৃত্ব দেবেন। তাই নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে এবং সেটা বাস্তবায়নও হচ্ছে। রবিবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি প্রশিক্ষণ মাঠে রমনা রেজিমেন্টের রেজিমেন্টাল ট্রেনিং এক্সারসাইজ-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজকের যুগে মানুষের হাতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি। যারা এ আধুনিক জ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত করতে পেরেছে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পেরেছে এবং যারা এটাকে বাস্তবে প্রয়োগ করতে পেরেছে তারাই এগিয়ে যাচ্ছে। আমরাও সেই পথে এগিয়ে যেতে চাই। হাজার বছরের মধ্যে বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এই প্রথম এবার আমরা নিজেদের খাবার মজুদ রেখে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন খাদ্য বিদেশে বিক্রি করেছি। বাংলাদেশে পরিশ্রম করলে সবই সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আমাদের স্বাস্থ্যসেবা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে পেছনে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হারও ছিল সবচেয়ে বেশি। কিন্তু বিগত ছয় বছরের প্রচেষ্টায় বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে, যেখান থেকে বিনামূল্যে ২৮ প্রকার ওষুধ পাচ্ছে সাধারণ গ্রামীণ মানুষ। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ নিয়ে তিনি আরও বলেন, আগে মানুষ টাকা দিয়ে বই কিনতে পারত না। ৩-৪ মাস লেগে যেত বই সংগ্রহ করতে। আর সেখানে বর্তমান সরকার ছয় বছর যাবত শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই তুলে দিচ্ছে। উল্লেখ্য, ১৯ জানুয়ারি শুরু হওয়া এ ট্রেনিং এক্সারসাইজ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে রবিবার শেষ হয়। এ প্রশিক্ষণে ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০৫ জন পুরুষ ও মহিলা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
×