ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাবিতে যৌন হয়রানি

জড়িতদের শাস্তি দাবিতে সমাবেশ মানববন্ধন ॥ পাঁচ ছাত্র বহিষ্কার

প্রকাশিত: ০৬:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

জড়িতদের শাস্তি দাবিতে সমাবেশ মানববন্ধন ॥  পাঁচ ছাত্র বহিষ্কার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের নামে যৌন হয়রানির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসব কর্মসূচী পালন করা হয়। ‘ভালবাসি শাবিপ্রবি, ঘৃণা করি র‌্যাগিং’, ‘র‌্যাগিংয়ের নামে নিপীড়ক কিভাবে ছাত্র হয়’, ‘নির্যাতনকারীদের আজীবন বহিষ্কার চাই’ এমন ফেস্টুন হাতে র‌্যাগিংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সহস্রাধিক শিক্ষার্থী। র‌্যাগিংয়ের প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবনের সামনে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র‌্যালি বের করে, র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নামক হয়রানি নিষিদ্ধের কার্যকর’ এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। এদিকে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। সাময়িকভাবে বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, মাহমুদুল হাসান ও অসীম বিশ্বাস। র‌্যাগিং করার অভিযোগের প্রাথমিক তদন্তে এই পাঁচজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঘটনার তদন্তে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলমকে আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুন্সি নাসের ইবনে আফজালকে সদস্য করে কমিটি গঠন করা হয়।
×