ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্যারোলে মুক্তি শপথ নিলেন তানোর পৌর মেয়র মিজান

প্রকাশিত: ০৬:৩৬, ১ ফেব্রুয়ারি ২০১৬

প্যারোলে মুক্তি  শপথ নিলেন  তানোর পৌর  মেয়র মিজান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান। রবিবার সকাল ১০টার দিকে তাকে শপথ বাক্য পাঠ করান রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মেয়র মিজানুর রহমান মিজানকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে শপথ গ্রহণ শেষে আবার কারাগারে নেয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ১৩ ভোটের ব্যবধানে নির্বাচিত মেয়র ও তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান গত ২০ জানুয়ারি শপথ নিতে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হন। পরে বিএনপির হরতালের মধ্যে নগরীর তালাইমারী এলাকায় গাড়ি ভাংচুর ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
×