ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনা সিটি বাইপাস সড়ক বেহাল

প্রকাশিত: ০৬:৩৬, ১ ফেব্রুয়ারি ২০১৬

খুলনা সিটি বাইপাস সড়ক বেহাল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি বাইপাস সংযোগ সড়কের বেহাল অবস্থা। নির্মাণের আড়াই বছরের মধ্যেই এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সোনাডাঙ্গা হয়ে এই রাস্তা দিয়ে বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন রুটের অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। রাস্তাটির বুকে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল মারত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়শই দুর্ঘটনাও ঘটছে। জানা গেছে, মাত্র আড়াই বছর আগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) খুলনা সিটি বাইপাস সড়কটি নির্মাণ করেছে। ২ দশমিক ১৬০ কিলোমিটারের এ রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছিল ২০ কোটি ৪৮ লাখ টাকা। নির্মাণ কাজে ত্রুটি এবং যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তার বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল করা অনেকটা দুরুহ হয়ে পড়েছে। ধুলাবালির কারণে সড়কের দু’পাশের গাছপালাগুলোর রং ধূলিময় হয়ে গেছে। এ রাস্তায় চলতে গিয়ে পথচারীরা ধুলোবালিতে একাকার হয়ে যায়। সহসা তাদের চেহারা চেনা যায় না। ভুক্তভোগীরা জানান, শুকনো মৌসুমে ধুলিকনা গায়ে মাথায় মেখে চলা গেলেও বর্ষা মৌসুমে চলাচল করা মোটেই সম্ভব হবে না। কেডিএ সূত্র জানায়, ২০১৩ সালের জুন মাসে সিটি বাইপাস সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর এটি হস্তান্তরের জন্য দুটি সংস্থাকে চিঠি দেয়া হয়েছিল। ওই দুটি সংস্থার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার অংশ (সোনাডাঙ্গা মডেল থানার সামনে থেকে ময়ূর নদী পর্যন্ত) কেসিসি কর্তৃপক্ষ গ্রহণ করলেও অপর অংশ অর্থাৎ ময়ূর নদী থেকে রংপসা সেতু বাইপাস পর্যন্ত রাস্তার অংশটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর গ্রহণ করেনি। যে কারণে রাস্তাটি এখনও কেডিএ’র আওতায় রয়েছে। সূত্র মতে, রাস্তাটির নির্মাণ কাজে কোন ত্রুটি ছিলনা । দীর্ঘদিন যাবত গল্লামারী সেতু থেকে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকায় সিটি বাইপাস সড়কের ওপর যানবাহনের অস্বাভাবিক চাপ পড়ে। বিকল্প পথ না থাকায় সহনীয় মাত্রার অধিক ভারি যানবাহন এ সড়ক হতে যাতায়াত করে। এতে ট্রাফিক ভলিউম অপেক্ষাকৃতভাবে বেড়ে যায়। প্রতিদিন যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহ চলাচল করে এ রাস্তা দিয়ে। এর পাশাপাশি গত বর্ষা মৌসুমে অতিবৃষ্টি হয়েছে। ব্যাপক হারে ভারি যানবাহন চলাচল ও অতিবৃষ্টির কারণে রাস্তাটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য কেডিএ’র গত বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী প্রাক্কলন তৈরির কাজ চলছে। শীঘ্রই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে সূত্র জানায়।
×