ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রায়পুরে মালিকের স্বেচ্ছাচারে ৪শ’ দোকান অন্ধকারে

প্রকাশিত: ০৬:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

রায়পুরে মালিকের স্বেচ্ছাচারে ৪শ’ দোকান অন্ধকারে

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৩১ জানুয়ারি ॥ রায়পুরে মালিকের স্বেচ্ছাচারে ৬ মাসের বকেয়া বিল প্রায় ৯ লাখ টাকা পরিশোধ না করায় বিদ্যুত লাইন কেটে দিয়েছে স্থানীয় পল্লী বিদ্যুত সমিতি। এতে চার দিন ধরে গাজী কমপ্লেক্সের প্রায় ৪শ’ ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুত না থাকায় অন্ধকারে রয়েছে। অনেকেই বিকল্পভাবে জেনারেটরের মাধ্যমে ব্যবসা চালালেও অতিরিক্ত খরচের ধকল সইতে না পেরে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার থেকে বিদ্যুত সংযোগ না দেয়া রবিবার দুপুরে ব্যসায়ীরা বিক্ষোভ মিছিল করে পুনরায় সংযোগ দেয়ার দাবিতে নবনির্বাচিত মেয়রের কাছে ধরনা দিয়েছেন। গাজী কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান ও সম্পাদক শিবলু ভাট জানান, এ কমপ্লেক্সে প্রায় ৪শ’ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। প্রতি মিটার ৯.৮০ টাকা করে সরকার বিদ্যুত বিল দেয়ার নির্দেশ থাকলেও মাকের্টের মালিক গাজী কামাল ১৫.২৬ পয়সা করে নিয়ে আসছেন। এ দিয়ে মাকের্টের ব্যবসায়ীরা প্রতিবাদ করে আসছিলেন। কোন সমাধান না হওয়া ব্যবসায়ীরা তিন মাস ধরে বিল দেয়া বন্ধ করে দেয়। কিন্তু গাজী কামালের ম্যানেজার নাছির উদ্দিন ৬ মাসের বিল বিদ্যুত কর্তৃপক্ষকে না দিয়ে হয়রানি করে আসছিলেন ব্যবসায়ীদের। বৃহস্পতিবার সকালে বিদ্যুত কর্তৃপক্ষ ৬ মাসের বিল বকেয়া থাকায় সকল সংযোগ কেটে দেয়। এতে ব্যবসয়ারী বিদ্যুত সংযোগ পুনরায় পাওয়ার দাবিতে নবনির্বাচিত মেয়রের কাছে যান। মেয়র দ্রুত সমস্যা সমাধান করবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করে দেয়। গাজী কমপ্লেক্সের ম্যানেজার নাছির উদ্দিন জানান, ব্যবসায়ী ও আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নবনির্বাচিত মেয়রের মাধ্যমে সমাধান করা হবে।
×