ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ক্রীড়াবিদরা দেশ ছাড়বে ৩ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৬:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের ক্রীড়াবিদরা দেশ  ছাড়বে ৩ ফেব্রুয়ারি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে এসএ গেমস। ১২ দিনের এ আসরে এবারও ৮টি দল অংশ নেবে। বাংলাদেশের এ্যাথলেটরা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে দেশ ত্যাগ শুরু করবেন এ আসরে অংশ নিতে। এবার ভারতের শিলংয়ে গেমসটি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ২৩টি ভিন্ন ভিন্ন ক্রীড়ায় মোট ২২৮ ইভেন্টে লড়াই হবে স্বর্ণ জয়ের। বাংলাদেশ থেকে এবার ৪৬৯ সদস্যের দল অংশ নেবে। বুধবার ভারতে এ্যাথলেটদের যাওয়া শুরু হলেও আরও দুই দফায় আগামী ৪ ও ৮ ফেব্রুয়ারি বাকি সদস্যরা ভারত রওনা হবেন। আগামী ৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন শিলংয়ে আরেকটি ছোটখাটো পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এবারের আসরে বাংলাদেশের কোন ফেডারেশনই স্বর্ণ জয়ের উচ্চাশা জানায়নি। সম্প্রতি বাংলাদেশের এ্যাথলেটরাও তেমন আহামরি কিছু করে দেখাতে পারেননি। এমনকি এবার জাতীয় চ্যাম্পিয়নশিপস আসরেও এ্যাথলেটরা পূর্বের চেয়ে ভাল কোন নৈপুণ্য প্রদর্শনে ব্যর্থ হয়েছেন। এ কারণেই তেমন বড় কোন আশা নেই। তবে ২০১০ সালে সর্বশেষ অনুষ্ঠিত এসএ গেমস আসরে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন বাংলাদেশের এ্যাথলেটরা। সেবার আয়োজক বাংলাদেশ ১৮ স্বর্ণ, ২৩ রৌপ্য ও ৫৬ ব্রোঞ্জসহ মোট ৯৭ পদক জিতে তৃতীয় হয়েছিল। এবার সেই সাফল্য ধরে রাখাটাও অনেক বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। এবার বাংলাদেশ দলের ৪৬৯ সদস্যের মধ্যে আছেন ২২৩ পুরুষ ও ১৪৭ মহিলা এ্যাথলেট। এছাড়া ৬০ কোচ এবং ৩৯ জন ম্যানেজার-কর্মকর্তা আছেন এই বিশাল দলে। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) নির্দিষ্ট করে কোন লক্ষ্যের কথা না জানালেও অন্তত আগের আসরের সাফল্য ধরে রাখার কথা জানিয়েছে। কিন্তু সেই আত্মবিশ্বসটাও কোন ফেডারেশন কর্মকর্তার মধ্যে দেখা যায়নি। তবে রবিবার এক সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব শাহেদ রেজা চৌধুরী বলেন, ‘আগের আসরের সাফল্য আমরা ধরে রাখার চেষ্টা চালাব।’ গত আসরে ১৮ স্বর্ণের মধ্যে ৭টিই এসেছিল গলফ, কারাতে ও ক্রিকেট থেকে। কিন্তু এবার এ তিনটি খেলাই বাদ দেয়া হয়েছে। সে কারণে বাংলাদেশের বেশি স্বর্ণ জেতার আশাও কমে গেছে। শূটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু এ বিষয়ে বলেন, ‘আমরা অবশ্যই পদক জয়ের ক্ষেত্রে আশাবাদী। কারণ ১১টি ইভেন্ট আছে শূটিংয়ে। আমাদের মূল লক্ষ্য ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জয়ের। কিন্তু ভারতকে শূটিংয়ে হারিয়ে দেয়া বেশ কঠিন। বর্তমানে তাঁদের শূটাররা বিশ্বমানের। কারণ তারা বর্তমানে অলিম্পিকে স্বর্ণ জেতেন।’ বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের (বিএএফ) সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বলেন, ‘আমরা হার্ডেলস থেকে স্বর্ণপদক আশা করছি। এছাড়া জ্যাভেলিন ও স্প্রিন্ট নিয়েও প্রত্যাশা আছে। কিন্তু সাবেক এ্যাথলেটরা নিজেরাই হতাশ। বিশেষ করে শারীরিক ফিটনেস তেমন সুবিধাজনক অবস্থায় নেই তাদের।’ বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য দারুণ আত্মবিশ্বাসী ভাল করার ব্যাপারে। যদিও তিনি কোন পদক জয়ের বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি। এ বিষয়ে ছোটন বলেন, ‘আমরা দারুণ কিছু করার ব্যাপারে আশাবাদী। কারণ আমার দলে অভিজ্ঞ ও তরুণের দারুণ এক সমন¦য় আছে।’ বিওএ উপমহাসচিব আশিকুর রহমান মিকু অবশ্য এ্যাথলেটদের প্রস্তুতি নেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে বলে জানিয়েছেন। তিনি বিওএ’র ট্রেনিং এ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে আশিকুর রহমান মিকু বলেন, ‘আমরা নিয়মিতই অনুশীলনের বিভিন্ন ভেন্যুসমূহ ঘুরে দেখেছি। আমার পর্যবেক্ষণ থেকে আমি বলতে পারি যে, আরচ্যারিতে আমাদের খুব ভাল সম্ভাবনা আছে। আমরা এই ইভেন্ট থেকে পদক আশা করতেই পারি। আমি নির্দিষ্টভাবে বলব না, কিন্তু আরও কিছু ইভেন্ট নিয়ে আমার আশা আছে পদক জয়ের।
×