ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মারেকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ

প্রকাশিত: ০৬:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

মারেকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ফাইনালে এসেই টুর্নামেন্টের সবচেয়ে বাজে খেলাটা উপহার দিলেন। খেসারত দিতে হলো পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতছাড়া করে। ব্রিটিশ তারকা এ্যান্ডি মারের জন্য দারুণ সুযোগ ছিল এবার প্রতিশোধ নিয়ে ক্যারিয়ারে তৃতীয় ও প্রথমবারের মতো মেলবোর্ন পার্কে গ্র্যান্ডসøাম চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ তাঁকে বিধ্বস্ত করলেন সরাসরি তিন সেটের লড়াইয়ে ৬-১, ৭-৫ ও ৭-৬ (৭-৩) ব্যবধানে। এ নিয়ে টানা দ্বিতীয় এবং ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জোকোভিচ। রয় এ্যামারসনের ৬টি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ডও স্পর্শ করেছেন এর মাধ্যমে। এটি তাঁর ক্যারিয়ারের ১১তম গ্র্যান্ডসøাম। বছরের প্রথম এ গ্র্যান্ডসøাম জিতে তিনি ছুঁয়ে ফেললেন দুই কিংবদন্তি বিয়র্ন বর্গ ও রড লেভারের রেকর্ড। ক্যারিয়ারে জোকোভিচ-মারে লড়াইয়ের ফলাফল যেমনই হোক ফাইনালটা একটু ভিন্ন ধরনের। এর আগে ৫ বার গ্র্যান্ডসøাম ফাইনালে মুখোমুখি হয়ে ৩ বার জোকোভিচ আর ২ বার মারের জয় দেখা গেছে। আর ৩০ বারের সাক্ষাতে ২১-৯ ব্যবধানে এগিয়ে জোকোভিচ। এর মধ্যে গত দুই বছরে ১১ মোকাবেলায় ১০ বারই জয় পেয়েছেন সার্বিয়ান তারকা। আর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দু’জনের লড়াইয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিলেন জোকোভিচ। মারের আবার মাথায় দুশ্চিন্তা ছিল সন্তান সম্ভবা স্ত্রীর জন্য। সবমিলিয়ে শুরুটাই যেন অগোছালো ছিল বিশ্বের দুই নম্বর এ ব্রিটিশ তারকার। প্রথম সেটেই তাঁকে দুর্বল করে দেন জোকোভিচ টানা ৫ গেম জিতে। কোন ধরনের লড়াই দেখা যায়নি, মারে হেরে যান ৬-১ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মারে। ৫-৪ গেমে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আবারও ভুল করেন তিনি। জোকোভিচ টানা তিন গেম জিতে ৭-৫ ব্যবধানে দ্বিতীয় সেটটাও জিতে বেকায়দায় ফেলে দেন মারেকে। ২-০ সেটে পিছিয়ে থাকার পর কোণঠাসা মারে আর জোকোভিচের সুযোগ এই সেট জিতেই চ্যাম্পিয়ন হওয়ার। উজ্জীবিত জোকোভিচ ৩-১ ব্যবধানে এগিয়ে যান। তবে পরাজয়ের প্রতিধ্বনি শুনতে পেয়েই যেন ঘুরে দাঁড়াতে শুরু করেন মারে। টানা তিন গেম জিতে এগিয়ে যান ৪-৩ ব্যবধানে। সেটটি শেষ পর্যন্ত ৬-৬ সমতায় আসে। তবে টাইব্রেকে আর পারেননি। ৭-৩ ব্যবধানে হেরে আরেকবার অস্ট্রেলিয়ান ওপেন হাতছাড়া করেন মারে। ক্যারিয়ারে ষষ্ঠবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতে এ্যামারসনের রেকর্ড ছুঁয়ে ফেলেন জোকোভিচ। এ নিয়ে ৫ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল হারলেন মারে যার মধ্যে চারটিই জোকোভিচের বিরুদ্ধে। এমন রেকর্ড আছে আর একজনেরই। বিস্ময়করভাবে তিনি আবার মারেরই সাবেক কোচ ইভান লেন্ডল! তিনিও ৫টি গ্র্যান্ডসøাম ফাইনাল হেরেছিলেন ইউএস ওপেনে। জোকোভিচ অবশ্য সর্বশেষ ৫ গ্র্যান্ডসøামের চারটিতেই জিতে গেলেন। টানা তিনটি হয়ে গেছে। জুনে ফ্রেঞ্চ ওপেন জিতলে ক্যারিয়ার গ্র্যান্ডসøাম পূর্ণ হবে তাঁর। ১১ গ্র্যান্ডসøাম জিতে তিনি এখন লেভার ও বর্গের সমকক্ষ। ফাইনাল খেলেই লন্ডনে ফিরে গেছেন মারে তাঁর স্ত্রীর কাছে। যাওয়ার আগে প্রতিক্রিয়ায় বলে গেছেন, ‘দুঃখিত আবার আমি শেষটা ভাল করতে পারলাম না। আমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসার জন্য টিমের সবাই অনেক সমর্থন ছিল। আমার স্ত্রী কিম বাড়িতে অপেক্ষা করছে আমাকে দেখার জন্য। আমার মনে হয় এক কিংবদন্তির জন্ম দেবে সে।’
×