ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড় জয়ে পঞ্চম রাউন্ডে ম্যানসিটি-আর্সেনাল

প্রকাশিত: ০৬:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

বড় জয়ে পঞ্চম রাউন্ডে ম্যানসিটি-আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ এফএ কাপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে শক্তিশালী ক্লাবগুলো। শনিবার ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাবগুলো। তরুণ প্রতিভাবান স্ট্রাইকার কেলেচি ইহেনাচোর দুর্দান্ত হ্যাটট্রিকের সৌজন্যে ম্যানসিটি ৪-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে এ্যাস্টন ভিলাকে। আর অন্য ম্যাচে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে বার্নলিকে। তবে এদিন ওয়েস্টহামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জার্গেন ক্লপের লিভারপুল। শনিবার ভিলা পার্কে এ্যাস্টন ভিলার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ম্যানচেস্টার সিটি। আর ম্যাচ শুরুর ৪ মিনিটেই প্রথম গোল কলে দলকে এগিয়ে দেন কেলেচি ইহেনাচো। আর ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই নাইজিরিয়ান তারকা। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। ম্যাচের ৭৪ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইহেনাচো। প্রায় ৩০ গজ দৌড়ে গিয়ে নিজের তৃতীয় গোলটি করেন ১৯ বছর বয়সী এই প্রতিভাবান তারকা। তারপরও থেমে থাকেনি ম্যানুয়েল পেলেগ্রিনির দল। এর দুই মিনিট পর এ্যাস্টন ভিলার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রহিম স্টার্লিং। তাও আবার ইহেনাচোরই সহায়তায়। আসলে এদিনটা ছিল শুধুই নাইজিরিয়ান তারকার অথচ এদিন সার্জিও এ্যাগুয়েরোর অনুপস্থিতিতেই খেলতে নামেন তিনি। তার এমন পারফর্মেন্সে মুগ্ধ সিটির কোচ। এ বিষয়ে ম্যানুয়েল পেলেগ্রিনি বলেন, ‘আমি তাকে প্রতিনিয়তই কাজ করতে দেখি। তাই ম্যাচে যে সে কী করতে পারে তা আমার ভাল করেই জানা।’ ২০১৩/১৪ মৌসুমে প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু গত মৌসুমেই শিরোপা হারায় তারা। তবে এবার বেশ ভালই খেলছে পেলেগ্রিনির দল। দিন কয়েক আগেই লীগ কাপের ফাইনালে জায়গা করার পর এবার এফএ কাপের পঞ্চম রাউন্ডের টিকেটও নিশ্চিত করে ফেলল তারা। তারও আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করা সিটিজেনরা দুর্দান্ত প্রিমিয়ার লীগেও। ইপিএলে মঙ্গলবার সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে তারা। যে কারণে জয়োল্লাসে না ভেসে শিষ্যদের সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেয়ার কথাই জানিয়ে দিয়েছেন সাবেক মালাগার কোচ পেলেগ্রিনি, ‘আমাদের সময়টা ভালই কাটছে। তবে এটা এখানেই শেষ। আমাদের এখন পুরোপুরি মনোযোগ দিতে হবে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে। কারণ এই সময়ে কোন পয়েন্ট হারানো যাবে না আমাদের।’ এদিকে বার্নলির বিপক্ষে জয়ে বড় অবদান রাখেন এ্যালেক্সিস সানচেজ। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি গোল করিয়েছেনও তিনি। এ্যামিরেটস স্টেডিয়ামে এদিন ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটেই প্রথমে এগিয়ে যায় গানাররা। সানচেজের সহায়তায় দারুণ একটি গোল করে দলকে এগিয়ে দেন ক্যালাম চ্যাম্বারস। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বার্নলি। ৩০ মিনিটেই দলকে সমতায় ফেরান বার্নিলির স্যাম ভোকস। তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে জয় এনে দেন সানচেজ। সেই সঙ্গে পঞ্চম রাউন্ডের টিকেটও নিশ্চিত করে তারা। দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ৪-১ গোলে হারিয়েছে কোলচেস্টারকে। রিডিং ৪-০ গোলে পরাজিত করেছে ওয়ালসেলকে। তবে ওয়েস্টহামের বিপক্ষে গোলশূন্য ড্র করায় অপেক্ষা বেড়েছে লিভারপুলের। এই ম্যাচে তারুণ্যনির্ভর দল নামান ক্লাবটির অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ। কেননা মঙ্গলবার যে শক্তিশালী লিচেস্টার সিটিতে সফরে যাবে তারা। তাই দলের অভিজ্ঞ এবং সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রাখেন তিনি। এদিন ম্যাচে ১০টি পরিবর্তন করেন অলরেডদের অভিজ্ঞ কোচ। তারপরও ওয়েস্টহামের বিপক্ষে ড্র করায় দলের তরুণ খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন ব্রেন্ডন রজার্সের এই উত্তরসূরি।
×