ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০১, ১ ফেব্রুয়ারি ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১. বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো – র. ভালোবেসে রর. পরিশ্রমে অনীহা ররর. নিজেদের সুবিধায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২. বাণিজ্যি ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে? ক) আমদানি খ) রপ্তানি গ) রেমিটেন্স ঘ) গার্মেন্টস ৩. মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কার কাজ? ক) ধর্মের খ) সমাজের গ) শিক্ষার ঘ) শিক্ষা কর্মকর্তার ৪. মমতাদির কপালে কী ছিল? ক) লাল টিপ খ) সিঁদুর গ) তিলক ঘ) ক্ষতচিহ্ন ৫. ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা কে? ক) রাজা রামমোহন রায় খ) বৃদ্ধদেব বসু গ) পবিত্র সরকার ঘ) শ্রীশচন্দ্র দাস ৬. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ না হওয়ার কারণ - র. ছোটলোক বলে অবহেলা রর. সহজ-সরল জীবনযাপন ররর. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭. মমতাদি কেন আবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনী বলেছিলেন? ক) লজ্জা ঢাকতে খ) কাজের সুবিধার্থে গ) আত্মসম্মান ঢাকতে ঘ) রান্না করবে তাই ৮. নিত্যক্রিয়া বলতে বোঝানো হয়েছে - র. দৈনন্দিন কর্ম রর. মাসিক কর্ম ররর. প্রতিদিনের কাজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. ‘তোমার বরের চাকরি হয়েছে?’ খোকা মমতাদিকে একথা জিজ্ঞাসা করলে সে কী বলল? ক) হরির লুট দেবে খ) তোমায় সন্দেশ খাওয়াব গ) হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল ঘ) দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ল ১০. গীতিকবিতা সাধারণত কোন কারণে দীর্ঘ হয় না? ক) যুদ্ধবিগ্রহের বর্ণনা থাকে তাই খ) মূল লক্ষ্য গল্প বলা তাই গ) কবির অনুভূতির প্রকাশ হওয়ায় ঘ) এটি শেষ হয়েও শেষ হয় না তাই ১১. নিমগাছের পাতা ছিঁড়ে কেউ কেউ কী করছে? ক) সিদ্ধ করছে খ) বাতাস দিচ্ছে গ) শিলে পিষছে ঘ) ঔষধ বানাচ্ছে ১২. লাইব্রেরি কীসের জন্য দরকার? ক) সাহিত্যচর্চার জন্য খ) বিজ্ঞানচর্চার জন্য গ) ধর্মচর্চার জন্য ঘ) নীতিচর্চার জন্য ১৩. হায়াৎ মামুদের শিক্ষা জীবনের সাদৃশ্য রয়েছে - র. সেন্ট গ্রেগরী স্কুলের রর. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ররর. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. হুদায়বিয়ার সন্ধিতে মুসলিম স্কন্ধে কী চাপিয়ে দেওয়া হয়েছিল? ক) যুদ্ধের দায়ভার খ) অপমানের শর্ত গ) বশ্যতার শর্ত ঘ) পরাজয়ের গ্লানি ১৫. হায়াৎ মামুদের সাহিত্যচর্চা শুরু হয় - ক) কবিতা ও গল্প দিয়ে খ) উপন্যাস ও নাটক দিয়ে গ) গল্প ও উপন্যাস দিয়ে ঘ) প্রবন্ধ ও কবিতা দিয়ে ১৬. সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহাম্মদ ৯ষ) কাদের কাছে উপহাসিত হয়েছিলেন? ক) ইহুদিদের খ) খয়বরবাসীদের গ) পৌত্তলিকদের ঘ) হুদায়বিয়াবাসীদের ১৭. স্বদেশপ্রীতিমূরক গীতিকাব্যের উদাহরণ কোনটি? ক) বৈষ্ণব পদাবলি খ) সোজন বাদিয়ার ঘাট গ) বন্দে মাতরম ঘ) রামায়ণ ১৮. ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক কী নয়? ক) মানুষ খ) মূর্খ গ) শিক্ষিত ঘ) অশিক্ষিত ১৯. যে লক্ষ্মীছাড়া দিব্যাঙ্গনাদিগকে রন্ধন করতে বলে তাদের কয়ভাবে শাস্তি হওয়া উচিত? ক) এক ভাবে খ) দুই ভাবে গ) তিন ভাবে ঘ) চার ভাবে ২০. রোমাঞ্চ শব্দের অর্থ প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে? ক) শিহরণ খ) ব্যথা গ) কল্পনা ঘ) অলীক ভাবনা ২১. ‘প্রতীকী অর্থ’ বলতে কী বোঝানো হয়েছে? ক) ভিন্নার্থে খ) একই অর্থে গ) বিপরীত অর্থে ঘ) বাস্তব অর্থে ২২. তথ্যবহুল গদ্য রচনা হলেই, প্রবন্ধ সাহিত্যের উদাহরণরূপে গণ্য হবে না, যদি না লেখাটি - র. সাহিত্য পদবাচ্য হয় রর. সৃজনশীলতা বর্জিত হয় ররর. অভিনব হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. ‘যেমন করিয়া হউক টাকাটা শোধ করিয়া দিতে হইবে’ - চলিত রীতিতে বাক্যটির পরিবর্তিত রূপ হচ্ছে - র. যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে� রর. যেমন করে হউক টাকাটা শোধ করে দিতে হইবে ররর. যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হবে� নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৪. হারাধন রায় নাতিকে রামায়ণের কাহিনী বলছিলেন। এটি কোন শ্রেণির সাহিত্য? ক) মহাকাব্য খ) কাব্যনাট্য গ) ট্র্যাজেডি ঘ) গীতিকাব্য ২৫. উপেক্ষিতরা ভদ্র সমাজের চেষ্টায় অসম্পন্ন কাজ সম্পন্ন করতে পারবে - ক) ১ দিনে খ) ১০ দিনে গ) ১০০ দিনে ঘ) ১০০০ দিনে ২৬. কাঙালী ঊর্ধ্বশ্বাসে দৌড়ে কোথায় এসে উপস্থিত হল? ক) শ্মশানে খ) কাছারি বাড়িতে গ) মায়ের কাছে ঘ) বাবার কাছে ২৭. মমতাদির শ্রান্তির ছায়া পড়েছে - ক) কর্মঠ মুখে খ) বিশীর্ণ মুখে গ) বিদীর্ণ মুখে ঘ) শান্ত মুখে ২৮. নাট্যসাহিত্যকে কাব্যসাহিত্যের মধ্যে গণ্য করেছেন কারা? ক) নাট্য নির্মাতারা খ) সংস্কৃত আলঙ্কারিকবৃন্দরা গ) মধ্যযুগের সাহিত্যিকরা ঘ) আধুনিক যুগের সাহিত্যিকরা ২৯. নববর্ষ পালনের মধ্যে এদেশের জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার যে প্রতিফলন ঘটেছিল সে সময়কার কাদের মানসে এর কোনো গভীর বা প্রত্যয় অভিঘাত লক্ষ করা যায় না? ক) হিন্দু মানসে খ) কৃষক মানসে গ) মুসলিম মানসে ঘ) উচ্চবিত্তের মানসে ৩০. উপকার শব্দের ‘উপ’ -� র. উপসর্গ রর. অনুসর্গ ররর. পদ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩১. ‘এমনে কথা কইবেন না আফা। কাম করি বইলা কি মান সম্মান নাই?’ এই উক্তির সাথে মমতাদির সাদৃশ্য হলো - ক) ব্যবহারে খ) রুষ্টতায় গ) আত্মসম্মানবোধে ঘ) আভিজাত্যের দাম্ভিকতায় ৩২. ‘বাংলাদেশের উৎসব: নববর্ষ’ নামক গ্রন্থটি সম্পাদনা করেছেন কে? ক) কবীর চৌধুরী খ) মোবারক হোসেন গ) প্রমথ চৌধুরী ঘ) আবুল ফজল ৩৩. মমতাদির নিঃসঙ্কোচ আবেদন বলতে কী বোঝানো হয়েছে? ক) সঙ্কোচের আবেদন খ) সঙ্কোচজয়ের আবেদন গ) সঙ্কোচবিচ্ছিন্ন আবেদন ঘ) সঙ্কোচিত আবেদন ৩৪. ‘নওরোজ’ কোন ভাষার শব্দ? ক) হিন্দি খ) ফারসি গ) আরবি ঘ) সংস্কৃত ৩৫. ‘নিমগাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? ক) অদৃশ্যলোক খ) দৃশ্যমান গ) অদৃশ্য ঘ) দৃশ্যমান স্বপ্ন ৩৬. শরচৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? ক) পশ্চিমবঙ্গে খ) উত্তরবঙ্গে গ) দক্ষিণবঙ্গে ঘ) পূর্ববঙ্গে ৩৭. ‘নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল’ - কাঙালীর মায়ের কেন এই প্রচেষ্টা? ক) রসিক দুলে আসায় খ) কাঙালীকে সাহায্য করতে গ) ঔষধ খেতে ঘ) ঈশ্বর নাপিত আসায় ৩৮. পাশের বাড়ির ঝর্নাদি হঠাৎ করে সুব্রতদের বাড়িতে এসে রাঁধুনীর কাজ করতে চাইল। বাড়ির সবাই তো তার আচরণে অবাক। মমতাদির আচরণের কোন দিকটি ঝর্নাদির মধ্যে প্রতিফলিত হয়েছে? ক) লজ্জাহীন ভাবের খ) নিঃসঙ্কোচ আবেদন গ) কাজের প্রতি একাগ্রতা ঘ) উপার্জনে বাধ্য হওয়া ৩৯. ‘দেনাপাওনা’ গল্পের প্রধান বৈশিষ্ট্য হলো - র. বনেদি কুলীনদের যৌতুক লিপ্সা রর. নিম্নমধ্যবিত্ত পরিবারের দুঃখগাথা ররর. যৌতুকের ধূপকাষ্ঠে মানবতার বলি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪০. হরিহরের বাড়ির বৈশিষ্ট্য - র. চারিদিকে বেড়া রর. রোয়াক ভাঙ্গা ররর. মেরামত হয় নি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪১. ‘ছোটগল্পের আয়তন এমন হওয়া উচিত ১৩ থেকে ৫০ মিনিটের মধ্যে শেষ করা যায়’ কে বলেছেন? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) এডগার অ্যালান পো গ) এইচ. জি. ওয়েলস ঘ) এল. রবিনসন ৪২. মায়ের প্রশ্নের কেমন জবাব দিয়েছিল মমতাদি? ক) সোজা জবাব খ) কড়া জবাব গ) পাল্টা জবাব ঘ) ছাঁকা জবাব ৪৩. বেহাই বাড়ির চাকরগুলো পর্যন্ত রামসুন্দরকে কী নজরে দেখে? ক) নিচু নজরে খ) খাটো নজরে গ) সূক্ষ্ম নজরে ঘ) বিষ নজরে ৪৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ক) কাঁঠালপাড়া খ) আনন্দপুর গ) দেবানন্দপুর ঘ) বাঁশদহ ৪৫. সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজাকে বলা হয় - ক) মধ্যাহ্নিক খ) অপরাহ্নিক গ) সন্ধ্যাহ্নিক ঘ) পূর্বাহ্নিক ৪৬. ‘আমাদের ঐতিহ্য গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীর।’ কথাটি বলার উদ্দেশ্য - র. তাঁদের অবদানের কথা স্মরণ করা রর. ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা তুলে ধরা ররর. সাম্প্রদায়িক বাংলাদেশের স্বরূপ তুলে ধরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. ছোটগল্পের বৈশিষ্ট্য হলো - র. উপন্যাসের মত এতেও কাহিনী থাকে রর. কাহিনীর শুরু থেকে সমাপ্তি এতে থাকে না ররর. কাহিনীর ভেতরের কোন অংশই বেছে নেয়া হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: “এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বারিষায় এমন মেঘস্বরে �বাদল ঝরঝরে তপনহীন ঘন তমসায়” ৪৮. বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো – র. ভালোবেসে রর. পরিশ্রমে অনীহা ররর. নিজেদের সুবিধায় নিচের কোনটি সঠিক? ক) জীবন সঙ্গীত খ) প্রাণ গ) আমার দেশ ঘ) বৃষ্টি ৪৯. বাণিজ্যি ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা রাখে? ক) মানবমনের উচ্ছ্বাস খ) বাংলার রূপবৈচিত্রর‌্য গ) বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ঘ) মানবের অব্যক্ত বাসনা ৫০. মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কার কাজ? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (খ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (গ) ৮. (গ) ৯. (গ) ১০. (গ) ১১. (গ) ১২. (ক) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (ক) ২১. (খ) ২২. (গ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (ক) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (খ) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (গ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (গ)
×