ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গত বছর আইসিবি শেয়ার কিনেছে বেশি

প্রকাশিত: ০৫:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৬

গত বছর আইসিবি শেয়ার কিনেছে বেশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০১৪-১৫ অর্থবছরে শেয়ার বিক্রির তুলনায় কিনেছে বেশি। আইসিবির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, গত ২০১৪-১৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২ হাজার ২২২ কোটি টাকার শেয়ার কিনেছে, যা এর আগের অর্থবছরের তুলনায় ২৯৯ কোটি টাকা বেশি। খাতভিত্তিক বিনিয়োগের চিত্রে দেখা গেছে, সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কেমিক্যাল ও ওষুধ খাতে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে জ্বালানি খাতে। অন্যদিকে সবচেয়ে কম বিনিয়োগ করেছে পেপার ও প্রিন্টিং খাতে। তবে খাতটির তালিকাভুক্ত কোম্পানির সংখ্যাও মাত্র দুুটি। গত বছরে শেয়ার কেনার পরিমাণ বাড়ালেও মার্জিন ঋণের পরিমাণ কমেছে। অন্যদিকে আলোচ্য অর্থবছরে আইসিবি বিক্রি করেছে ৬১৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সে হিসাবে সরকারী এই প্রতিষ্ঠানটি বিক্রির তুলনায় সাড়ে তিনগুণ বা ১ হাজার ৬০৩ কোটি ১৭ লাখ টাকার বেশি শেয়ার কিনেছে। এর আগের অর্থবছরে (২০১৩-১৪) প্রতিষ্ঠানটি ১ হাজার ৯২৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার কিনেছিল। এর বিপরীতে বিক্রি করেছে ৬৭৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। অর্থাৎ ওই অর্থবছরে শেয়ার বিক্রির তুলনায় ক্রয় বেশি ছিল ১ হাজার ৯২৩ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবেও ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় ২০১৪-১৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার ক্রয় বেড়েছে। পুঁজিবাজারকে সহায়তা দিতে প্রতিষ্ঠানটির শেয়ার কেনার বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বলেন, আইসিবির শেয়ার কেনা বাড়ানো বাজারের জন্য ইতিবাচক। পুঁজিবাজারকে সাপোর্ট দেয়ার জন্য প্রতিষ্ঠানটি এই বিনিয়োগ বাড়িয়েছে বলে মনে হয়, যা সরকারী প্রতিষ্ঠান হিসাবে আইসিবির নৈতিক দায়িত্ব। তথ্য পর্যালোচনায় দেখা যায়, আইসিবি ২০১৪-১৫ অর্থবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে (বাজার দর হিসাবে) ১ হাজার ৪৯৩ কোটি ৯২ লাখ টাকা বিনিয়োগ বাড়িয়েছে। প্রতিষ্ঠানটির ২০১৫ সালের ৩০ জুনে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগের পরিমাণ ৬ হাজার ৩৭৬ কোটি ৯০ লাখ টাকা। আগের বছর এই বিনিয়োগের পরিমাণ ছিল ৪ হাজার ৮৮২ কোটি ৯৮ লাখ টাকা। আইসিবি ২০১৪-১৫ অর্থবছরে শেয়ার ব্যবসা থেকে ৪৭২ কোটি ৮২ লাখ টাকা মুনাফা করেছে। আগের বছরে যা ছিল ৪৪১ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে শেয়ার ব্যবসা থেকে মুনাফা বেড়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা। আইসিবির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফায়েকুজ্জামান বলেন, আইসিবি পুঁজিবাজার ও নিজ প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের কথা বিবেচনা করে ব্যবসা পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজারকে সাপোর্ট দিতে ২০১৪-১৫ অর্থবছরে শেয়ার ক্রয় বাড়িয়েছে। আবার প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের জন্য ক্যাপিটাল গেইনও অর্জন করেছে। এদিক দিয়ে আইসিবি সফল।
×