ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্যামসাংয়ের মুনাফা কমেছে ৪০ শতাংশ

প্রকাশিত: ০৫:৫৮, ১ ফেব্রুয়ারি ২০১৬

স্যামসাংয়ের মুনাফা কমেছে ৪০ শতাংশ

একদিকে দামি স্মার্ট ফোনের বাজারে ক্রমাগত কড়া চ্যালেঞ্জ ছুঁড়ছে এ্যাপল। অন্যদিকে কম দামি স্মার্ট ফোনের ক্ষেত্রে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে হুয়েই, শাওমির মতো সংস্থা। এই দুইয়ের জেরে গত বছর বেশ ভাল রকম মার খেয়েছে স্যামসাংয়ের মোবাইল ফোন ব্যবসা। যার বিরূপ প্রভাব পড়েছে সব মিলিয়ে দক্ষিণ কোরীয় সংস্থাটির আর্থিক ফলাফলেও। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৪০ শতাংশ মুনাফা কমেছে স্যামসাংয়ের। দাঁড়িয়েছে ৩.২২ লাখ কোটি ওন। তবে মোট আয় বেড়েছে ১৬.১ শতাংশ। দাঁড়িয়েছে ৬.১ লাখ কোটি ওনে। গত কয়েক বছর ধরেই বিভিন্ন সংস্থার কড়া প্রতিযোগিতার মুখে পড়েছে বিশ্বের অন্যতম বৃহৎ এই স্মার্ট ফোন নির্মাতা। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিয়েছে তাদের সেমিকন্ডাকটার, চিপ এবং এলসিডি ব্যবসা। কিন্তু এবার তা ঘটেনি। ২০১৫ সালে বাজারে চাহিদা কমেছে স্যামসাংয়ের ফোনের। -অর্থনৈতিক রিপোর্টার
×