ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কর্পোরেট কর কমছে গার্মেন্টস শিল্পে

প্রকাশিত: ০৫:৫৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

কর্পোরেট কর কমছে  গার্মেন্টস শিল্পে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পঞ্চাশ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা পূরণে এবার কর্পোরেট কর হার কমানোর দাবি করেছেন বস্ত্র খাতের উদ্যোক্তারা। তাদের এই দাবিটি বিবেচনায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গার্মেন্টস মালিকরা বলছেন, কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে হলে এ শিল্পের কর্পোরেট কর হার কমিয়ে ১০ শতাংশ করতে হবে। এছাড়া ইউরোজোনের রফতানিকারকদের বিশেষ নগদ সহায়তা প্রদান এবং এফওবি মূল্যের দশমিক ২৫ শতাংশ হারে নগদ সহায়তার মেয়াদ বৃদ্ধির দাবি করা হয়েছে। রবিবার সচিবালয়ে বস্ত্র খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিরা অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে গিয়ে তার কাছে ওই দাবির বিষয়টি তুলে ধরেন। ওই সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থসচিব মাহবুব আহমেদ, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, শিল্পসচিব মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের এই দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গত ২০১৪-১৫ অর্থবছরে যে কর নেয়া হয়েছে সে বিষয়ে আর কিছু করা যাবে না। তবে চলতি অর্থবছরে কী করা যায় সেটা ভেবে দেখা যেতে পারে। বৈঠকের শুরুতেই বিজিএমইএ নেতারা বলেন, আমরা সবচেয়ে দুরবস্থার মধ্যে এ বছর কাটাচ্ছি। এ প্রেক্ষিতে আগের রেটেই (১০ শতাংশ হারে) কর্পোরেট ট্যাক্স প্রদান এবং গত অর্থবছর (২০১৪-১৫) থেকেই এটা কার্যকর করার দাবি জানিয়ে তারা বলেন, এ খাতকে বাঁচাতে হলে এটুকু সাহায্য করতেই হবে। আর এজন্য আপনাকে চার মাস ধরে বিরক্ত করছি। এটা করা হলে এ খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলেও দাবি করেন তারা। বিজিএমইএ নেতাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অর্থমন্ত্রীর উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, গত ২০১৪ সালে অবরোধ-হরতালে পোশাক শিল্পের যথেষ্ট ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অন্য সব দেশের পণ্যের দাম বাড়লেও রানা প্লাজার ঘটনার কারণে বাংলাদেশের পণ্যের দাম এক সেন্টও বাড়েনি। বিজিএমইএ নেতারা বলেন, এ বছর এটা কমানো যাবে না- বিষয়টি এমন নয়। আয়কর রিটার্ন যারা সাবমিট করেছেন, তাদেরটা এখনো এ্যাসেসমেন্ট করা হয়নি। সুতরাং যে রেটে আপনি বলে দেবেন সেই রেটেই এ্যাসেসমেন্ট করা হবে। আর যাদেরটা এ্যাসেসমেন্ট করা হয়ে গেছে তাদেরটা আগামী বছর এ্যাডজাস্ট করে নিলেই হবে। এ সময় বাণিজ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে জানতে চান যে, আগের বছরেরটা কিছু করা যায় কি না? ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ থেকে বাড়িয়ে কিছুটা সমন্বয় করা যায় কি না?
×