ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিপার্স কাউন্সিলের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ০৫:৫৬, ১ ফেব্রুয়ারি ২০১৬

শিপার্স কাউন্সিলের নতুন কমিটি  গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ৩৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের সভাপতি রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। সভায় বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সড়ক, নৌ, রেলওয়ে পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিশেষ করে সরকারের কাঁচা পাট রফতানি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রায় ৮০ জন সদস্য ও গণ্যমান্য অতিথিবর্গ সভায় যোগদান করেন। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালিউল ইসলাম বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় যোগদান করেন। সভায় ২০১৬ এবং ২০১৭ মেয়াদের নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকরা হলেন- চেয়ারম্যান- রেজাউল করিম, স্বত্বাধিকারী, এস এন জুট ইন্টারন্যাশনাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান- আরিফুল আহ্সান, চেয়ারম্যান, সিল্ক কন্টেইনার লাইন্স, ভাইস চেয়ারম্যান- আফসারউদ্দিন স্বপন, স্বত্বাধিকারী, জ্যোতি এন্টারপ্রাইজ এবং পরিচালকগণ হলেন- আরজু রহমান ভুঁইয়া, স্বত্বাধিকারী, আরজু জুট ট্রেডার্স, কামরান উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল জুট ট্রেডিং, এ কে এম আমিনুল মান্নান (খোকন), স্বত্বাধিকারী, ইস্ট ওয়েস্ট জুট ট্রেডিং কোম্পানি, জাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, জুয়েল জুট, মোহাম্মদ শাহজাহান খান, ব্যবস্থাপনা পরিচালক, এস এস শিপিং এ্যান্ড চ্যাটারিং, এস এম বকতিয়ার, চেয়ারম্যান, এ্যাক্টিভ লজেস্টিক্স, মোহাম্মদ মুনির হোসেন, পরিচালক, ড্রেস ওয়ার্ল্ড এবং জিয়াউল ইসলাম, পার্টনার, এম এস ফ্যাসন্স। সভায় নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকবৃন্দ তাদের দায়িত্ব বুঝে নেন। পুনর্নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম পূর্ববর্তী পরিচালনা পর্ষদের বিদায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিচালকদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
×