ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির নেতাকর্মীরা আবার তৎপর

কাউন্সিলের আগে তৃণমূলে আরেক দফা কমিটি পুনর্গঠনের চেষ্টা

প্রকাশিত: ০৫:৫৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

কাউন্সিলের আগে তৃণমূলে আরেক দফা কমিটি পুনর্গঠনের চেষ্টা

শরীফুল ইসলাম ॥ জাতীয় কাউন্সিলের আগে তৃণমূল পর্যায়ে আরেক দফা কমিটি পুনর্গঠনের চেষ্টা করছে বিএনপি। পুরো ফেব্রুয়ারি মাস ধরে জেলা-উপজেলা পর্যায়ে এ পুনর্গঠন প্রক্রিয়া চলবে। এরপরও যেসব ইউনিটের কমিটি পুনর্গঠন সম্ভব না হবে সেসব ইউনিটের জন্য কেন্দ্র থেকে কাউন্সিলর মনোনীত করে জাতীয় কাউন্সিল করবে বিএনপি। জানা যায়, বিএনপির তৃণমূল পর্যায়ে আরেক দফা কমিটি পুনর্গঠনের সুযোগ দেয়ায় দেশব্যাপী আবার দলীয় নেতাকর্মীরা তৎপর হয়ে পড়েছেন। ২০ ফেব্রুয়ারির মধ্যে অন্তত ২০টি জেলায় সম্মেলন হতে যাচ্ছে। অথচ গত বছর আগস্ট থেকে এ বছর জানুয়ারি পর্যন্ত ৫ মাসে মাত্র ২টি জেলা কমিটি (রাঙ্গামাটি ও কুড়িগ্রাম) পুনর্গঠিত হয়েছে। জানা যায়, ৫ ফেব্রুয়ারি সিলেট জেলা, ১০ ফেব্রুয়ারি গাইবান্ধা ও নওগাঁ জেলায় সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। আর রাজশাহী মহানগরের সম্মেলন হতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। খুলনা ও বাগেরহাট জেলায় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্রুয়ারি। এছাড়া ২০ ফেব্রুয়ারির মধ্যে রংপুর, জয়পুরহাট, নোয়াখালী, লালমনিরহাট, কুষ্টিয়া, ঝালকাঠি, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, কুমিল্লা, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা সম্মেলন করার প্রস্তুতি চলছে। গত বছর ৯ আগস্ট কেন্দ্র থেকে চিঠি দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিএনপির ৭৫ সাংগঠনিক জেলা ও প্রতিটি জেলা সংশ্লিষ্ট উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি পুনর্গঠন করতে বলা হয়। কিন্তু চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা এত কম সময়ের মধ্যে কিছুতেই প্রতিটি ইউনিট কমিটি পুনর্গঠনের পর সাংগঠনিক জেলার কাউন্সিল করে নতুন কমিটি করা সম্ভব নয় বলে কেন্দ্রীয় নেতাদের জানিয়ে দেন। এ পরিস্থিতিতে তৃণমূলে কমিটি পুনর্গঠন শেষ করতে কেন্দ্র থেকে জেলা নেতাদের আরও ১ মাস সময় বাড়িয়ে দেয়া হয়। গত বছর ১৫ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডন যাত্রার প্রাক্কালে তিনি দেশে ফেরার আগেই তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন শেষ করতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়ে যান। ২১ নবেম্বর খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরেও দেখেন ৭৫টি সাংগঠনিক জেলার মধ্যে মাত্র ১টি জেলা, ৪৮৭টি উপজেলার মধ্যে প্রায় ৫০টি উপজেলা, ৩২৪টি পৌরসভার মধ্যে প্রায় ৩০টি পৌরসভা এবং প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়নের মধ্যে হাজারখানেক ইউনিয়ন কমিটি পুনর্গঠন করা সম্ভব হয়েছে। তার কঠোর নির্দেশ সত্ত্বেও তৃণমূলে দল পুনর্গঠনের এই চিত্র দেখে তিনি হতাশ হন এবং দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব ইউনিটের কমিটি পুনর্গঠন করা হয়নি সেগুলোর কমিটি কেন্দ্র থেকে দেয়া হবে। এ খবর তৃণমূল পর্যায়ের নেতাদের কাছে পৌঁছলে তারা নিজ নিজ ইউনিট কমিটি পুনর্গঠনের কাজে আর অগ্রসর হননি। এ কারণে গত বছর ডিসেম্বর থেকেই কার্যত তৃণমূলে বিএনপির কমিটি পুনর্গঠনের কাজ থেমে যায়। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় কাউন্সিল হচ্ছে দেখে এ বছর জানুয়ারি মাসে বিএনপির হাইকমান্ডও তাদের দলের জাতীয় কাউন্সিলের জন্য তৎপর হয়। ১৯ মার্চ দলটির জাতীয় কাউন্সিল করতে ইতোমধ্যেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসহ ৩টি ভেন্যু পাওয়ার জন্য আবেদন করেছে বিএনপি। সেই সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে আহ্বায়ক করে একটি জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটিও করা হয়েছে। এ কমিটি ইতোমধ্যেই জাতীয় কাউন্সিল আয়োজনের যাবতীয় প্রস্তুতি কাজ শুরু করেছে। জানা যায়, লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে প্রায় ২ মাস অবস্থানের পর গত বছর ২১ নবেম্বর দেশে ফিরেই খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের পরিবর্তে ভেতরে ভেতরে দলের জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুতি নিতে থাকেন। এর মধ্যে ডিসেম্বরে পৌর নির্বাচনের কারণে প্রস্তুতিতে ভাটা পড়ে। আর ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করা নিয়ে কিছুদিন ব্যস্ত থাকার পর আবার জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুতি শুরু হয়। সূত্র মতে, জাতীয় কাউন্সিলের প্রস্তুতির অংশ হিসেবেই তৃণমূল পর্যায়ে বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য আরেকবার সুযোগ দেয়া হয়েছে। ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিলের আগে ৬ মাস চেষ্টা করেও সর্বস্তরে কমিটি করতে পারেনি বিএনপি। পরে কেন্দ্র থেকে কাউন্সিলর ঠিক করে দিয়ে তাদের নিয়ে জাতীয় কাউন্সিল করা হয়। এবারও দলীয় কোন্দলসহ বিভিন্ন কারণে এখনও অধিকাংশ জেলা-উপজেলায় কমিটি পুনর্গঠন করা সম্ভব হয়নি। তবে আগামী এক মাসের মধ্যে তৃণমূলের যেসব ইউনিট কমিটি পুনর্গঠন করতে না পারবে সেখানে কেন্দ্র থেকে কাউন্সিলর ঠিক করে দেয়া হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে তিন বছরের মধ্যে জাতীয় কাউন্সিল করার বাধ্যবাধকতা থাকলেও এ নির্দেশনা মানেনি বিএনপি।
×