ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ হবে বিশ্ব অর্থনীতির ২৩তম শক্তি ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ হবে বিশ্ব অর্থনীতির ২৩তম শক্তি ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অর্থনৈতিক প্রবৃদ্ধির আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন প্রথম তিনটি দেশের মধ্যে রয়েছে। আগামী তিনটি বছরেও একই অবস্থানে থাকব আমরা। বাংলাদেশকে এখন আর কেউ পিছিয়ে রাখতে পারবে না। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে বৃহৎ অর্থনীতির দিক থেকে বিশ্বে ২৩তম। সে হিসেবে আমরা থাকব থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর এমনকি অস্ট্রেলিয়ারও উপরে। রবিবার চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সে উপরোক্ত কথাগুলো বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চিটাগং চেম্বারের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই সেমিনার আয়োজিত হয়। চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সালাউদ্দিন কাশেম খান। উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার পিয়ারে লামারে, বেঙ্গল চেম্বারের সভাপতি সুতানু ঘোষ, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার আনোয়ার এবং দেশের বিভিন্ন ট্রেড বডির নেতৃবৃন্দ ও দেশী-বিদেশী বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধিরা। পরিকল্পনামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে যারা আন্তর্জাতিক অর্থনৈতিক পরাশক্তি তারা এক সময় এ পর্যায়ে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও আমেরিকার এ অবস্থানে ছিল না। বর্তমানে যাদের পরাশক্তি হিসেবে দেখছি তাদের সকলেরই উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। অর্থনীতিতে এই উঠানামা স্বাভাবিক। বর্তমানে আমাদের সামনে সুযোগ এসেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের আর কেউ থামিয়ে রাখতে পারবে না। বক্তব্যে তিনি বলেন, দেশের ৭৪ ভাগ মানুষ বিশ্বাস করে বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল। এ জন্য নেতিবাচক চিন্তা না করে আমাদেরও আশাবাদী হয়ে এগিয়ে যেতে হবে। সেমিনারে চট্টগ্রামের ব্যবসায়ীরা গ্যাস সঙ্কট ও বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে প্রতিকার চান। বিশেষ করে চট্টগ্রামে অবস্থিত সরকারী কার্যালয়গুলোকে আরও ক্ষমতা দিয়ে সামান্য কাজের জন্য ঢাকা-চট্টগ্রামে ছোটাছুটি থেকে রক্ষায় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।
×