ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুনতাসীর মামুন

আটকেপড়া পাকিস্তানীদের প্রত্যর্পণের দাবিতে ঐক্যবদ্ধ হোন

প্রকাশিত: ০৫:৪২, ১ ফেব্রুয়ারি ২০১৬

আটকেপড়া পাকিস্তানীদের প্রত্যর্পণের দাবিতে ঐক্যবদ্ধ হোন

থ্রিলার পড়েন? আমি নিয়মিত পড়ি বা পড়ার চেষ্টা করি। পাশ্চাত্য থেকে যেসব থ্রিলার প্রকাশিত হয় সেসবে ‘সিøপারের’ উল্লেখ থাকবেই। কেজিবি শিশু অথবা কিশোরদের যুক্তরাষ্ট্রে পাচার করত। তারা যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে উঠত, রাজনীতিতেও অংশ নিত। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৭] কিন্তু যখন কেজিবি কোন হুকুম করত তখনই তা পালন করত। এখন আবার ‘সিøপার’ শব্দটি শোনা যাচ্ছে। সিরিয়ার বাস্তুহারাদের সঙ্গে আইএস নাকি অনেক সিøপার পাঠিয়েছে। চর বা স্পাই বা অনুপ্রবেশকারীও পাঠিয়েছে। আইএসের হুকুম হলেই তারা মাঠে নামবে। ১৯৭২-৭৩ সালের কথা অনেকের মনে নেই। পাকিস্তানীদের পক্ষে লড়তে থাকা পাকিস্তানী বাঙালীরা যাদের অধিকাংশ ছিল জামায়াত ও মুসলিম লীগের কর্মী তারা পাকিস্তানে পালিয়েছিল। তবে, সংখ্যাগরিষ্ঠ অংশ পালাতে পারেনি। অবাঙালীরা যারা ছিল খান সেনাদের জিগরি দোস্ত তারাও পালাতে পারেনি। স্বাধীন বাংলাদেশে তারা দাবি তুলল তাদের পাকিস্তানে পাঠাতে হবে। এদের বলা হতো আটকেপড়া পাকিস্তানী। কয়েক দফায় পাকিস্তান এসব আটকেপড়াদের নিয়েছিল। অবাঙালীদের সঙ্গে বাঙালী জামায়াতি ও মুসলিম লীগাররাও ছিল। পরে পাকিস্তান আটকেপড়া এসব লোকজন নিতে আপত্তি জানায়। এরপরও এরা পাকিস্তানে যাওয়ার জন্য এক দশক আন্দোলন করেছিল।
×